মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২৯৫৯

পরিচ্ছেদঃ ১১. তৃতীয় অনুচ্ছেদ - কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ
২৯৫৯। হযরত ইয়া'লা ইবনে মুররা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যে অন্যায়ভাবে কাহারো কোন জমি দখল করিয়াছে, তাহাকে উহার মাটি (মাথায় করিয়া) হাশরের মাঠে লইয়া যাইতে বাধ্য করা হইবে। —আহমদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৯৬০

পরিচ্ছেদঃ ১১. তৃতীয় অনুচ্ছেদ - কারো সম্পদে অন্যায় হস্তক্ষেপ, ঋণ ও ক্ষতিপূরণ
২৯৬০। সেই ইয়ালা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, যেকোন ব্যক্তি অন্যায়ভাবে কাহারো এক বিগত জমি দখল করে, তাহাকে আল্লাহ্ উহা সাত তবকের শেষ পর্যন্ত খুঁড়িতে বাধ্য করিবেন। অতঃপর তাহার গলায় উহা শিকলরূপে পরাইয়া দেওয়া হইবে, যাবৎ না মানুষের বিচার শেষ করা হয়। –আহমদ

তাহকীক:
তাহকীক চলমান