মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৯৬১
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬১। হযরত জাবের (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোফার ফয়সালা করিয়াছেন সেসব ( স্থাবর সম্পত্তিতে, যাহা ভাগ করা হয় নাই। যখন সীমানা চিহ্নিত হয় ও পথ পৃথক করা হয় তখন শোফা নাই। বোখারী
كتاب البيوع
بَابُ الشُّفْعَةِ: الْفَصْل الأول
عَنْ جَابِرٍ قَالَ: قَضَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالشُّفْعَةِ فِي كُلِّ مَا لَمْ يُقْسَمْ فَإِذَا وَقَعَتِ الْحُدُودُ وَصُرِفَتِ الطُّرُقُ فَلَا شُفْعَة. رَوَاهُ البُخَارِيّ
হাদীস নং: ২৯৬২
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬২। সেই হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক এমন শরিকী সম্পত্তিতে শোফার অধিকার দিয়াছেন যাহা বিভক্ত করা হয় নাই—চাই উহা বাড়ী-ভিটা হোক; চাই বাগান। তাহার পক্ষে উহা বিক্রয় করা জায়েয নহে, যাবৎ না তাহার শরীককে খবর দেয়। শরীক ইচ্ছা করিলে গ্রহণ করিবে, আর ইচ্ছা না করিলে ছাড়িয়া দিবে। যখন এ খবর না দিয়া বিক্রয় করিবে, শফীই উহার হকদার হইবে। — মুসলিম
كتاب البيوع
وَعَنْهُ قَالَ: قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالشُّفْعَةِ فِي كُلِّ شَرِكَةٍ لَمْ تُقْسَمْ رَبْعَةٍ أَوْ حَائِطٍ: «لَا يَحِلُّ لَهُ أَن يَبِيع حَتَّى يُؤذن شَرِيكه فَإِن شَاءَ أَخَذَ وَإِنْ شَاءَ تَرَكَ فَإِذَا بَاعَ وَلَمْ يُؤْذِنْهُ فَهُوَ أَحَقُّ بِهِ» . رَوَاهُ مُسْلِمٌ
হাদীস নং: ২৯৬৩
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬৩। হযরত আবু রাফে' (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ (নিকট) প্রতিবেশীই (শোফার) হকদার তাহার নৈকট্যের কারণে। -বোখারী
كتاب البيوع
وَعَنْ أَبِي رَافِعٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْجَارُ أَحَقُّ بِسَقَبِهِ» . رَوَاهُ البُخَارِيّ
হাদীস নং: ২৯৬৪
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: কোন প্রতিবেশী যেন তাহার দেওয়ালে তাহার কোন প্রতিবেশীকে কড়িকাঠ রাখিতে নিষেধ না করে। – মোত্তাঃ -
كتاب البيوع
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَمْنَعْ جَارٌ جَارَهُ أَنْ يَغْرِزَ خَشَبَةً فِي جِدَاره»
হাদীস নং: ২৯৬৫
- ক্রয় - বিক্রয়ের অধ্যায়
১২. প্রথম অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬৫। সেই হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যখন তোমরা কোন রাস্তার পাশ সম্পর্কে মতভেদ করিবে, তখন উহার পাশ সাত হাত ধরা হইবে। —মুসলিম
كتاب البيوع
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا اخْتَلَفْتُمْ فِي الطَّرِيقِ جُعِلَ عرضه سَبْعَة أَذْرع» . رَوَاهُ مُسلم