মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১২- ক্রয় - বিক্রয়ের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২৯৬১
details icon

পরিচ্ছেদঃ ১২. প্রথম অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬১। হযরত জাবের (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোফার ফয়সালা করিয়াছেন সেসব ( স্থাবর সম্পত্তিতে, যাহা ভাগ করা হয় নাই। যখন সীমানা চিহ্নিত হয় ও পথ পৃথক করা হয় তখন শোফা নাই। বোখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৯৬২
details icon

পরিচ্ছেদঃ ১২. প্রথম অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬২। সেই হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক এমন শরিকী সম্পত্তিতে শোফার অধিকার দিয়াছেন যাহা বিভক্ত করা হয় নাই—চাই উহা বাড়ী-ভিটা হোক; চাই বাগান। তাহার পক্ষে উহা বিক্রয় করা জায়েয নহে, যাবৎ না তাহার শরীককে খবর দেয়। শরীক ইচ্ছা করিলে গ্রহণ করিবে, আর ইচ্ছা না করিলে ছাড়িয়া দিবে। যখন এ খবর না দিয়া বিক্রয় করিবে, শফীই উহার হকদার হইবে। — মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৯৬৩
details icon

পরিচ্ছেদঃ ১২. প্রথম অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬৩। হযরত আবু রাফে' (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ (নিকট) প্রতিবেশীই (শোফার) হকদার তাহার নৈকট্যের কারণে। -বোখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৯৬৪
details icon

পরিচ্ছেদঃ ১২. প্রথম অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: কোন প্রতিবেশী যেন তাহার দেওয়ালে তাহার কোন প্রতিবেশীকে কড়িকাঠ রাখিতে নিষেধ না করে। – মোত্তাঃ -

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৯৬৫
details icon

পরিচ্ছেদঃ ১২. প্রথম অনুচ্ছেদ - শুফ্আহ্
২৯৬৫। সেই হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যখন তোমরা কোন রাস্তার পাশ সম্পর্কে মতভেদ করিবে, তখন উহার পাশ সাত হাত ধরা হইবে। —মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান