মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২৭১৯

পরিচ্ছেদঃ ১৪. প্রথম অনুচ্ছেদ - মক্কার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭১৯। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন মক্কায় প্রবেশ করিয়াছিলেন এহরাম ব্যতীত। তাহার মাথায় ছিল। একটি কালো পাগড়ী। মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৭২০

পরিচ্ছেদঃ ১৪. প্রথম অনুচ্ছেদ - মক্কার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭২০। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ (শেষ যমানায়) কা'বা ধ্বংসের জন্য এক বিপুল বাহিনী রওয়ানা হইবে; কিন্তু যখন তাহারা এক ময়দানে পৌঁছিবে তখন তাহাদের প্রথম-শেষ সকলকেই যমীনে ধসাইয়া দেওয়া হইবে। আয়েশা বলেন, আমি বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! কি করিয়া তাহাদের প্রথম -শেষ সকলকে ধসাইয়া দেওয়া হইবে, অথচ তাহাদের মধ্যে থাকিবে সাধারণ লোক এবং যাহারা তাহাদের অন্তর্ভুক্ত নহে? হুযূর (ছাঃ) বলিলেন, নিশ্চয়ই তাহাদের প্রথম-শেষ সকলকেই ধসাইয়া দেওয়া হইবে। হ্যাঁ, তবে কেয়ামতের দিন তাহাদিগকে তাহাদের নিয়ত অনুসারেই উঠান হইবে। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৭২১

পরিচ্ছেদঃ ১৪. প্রথম অনুচ্ছেদ - মক্কার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭২১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ (কেয়ামতের নিকটতম সময়) কা'বা ধ্বংস করিবে আবিসিনিয়ার এক ছোট নলাবিশিষ্ট ব্যক্তি। — মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৭২২

পরিচ্ছেদঃ ১৪. প্রথম অনুচ্ছেদ - মক্কার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭২২। হযরত ইবনে আব্বাস (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন: আমি যেন সেই কা'বা ধ্বংসকারী ব্যক্তিটিকে দেখিতেছি কালো এবং কোল-ভেঙ্গুর কা'বার এক এক পাথর খসাইয়া ফেলিতেছে। —বুখারী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৭২৩

পরিচ্ছেদঃ ১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মক্কার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭২৩। হযরত ইয়া'লা ইবনে উমাইয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ হেরেমে মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে খাদ্যশস্য ধরিয়া রাখা হইল এলহাদ। —আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান