মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২৭২৪
details icon

পরিচ্ছেদঃ ১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মক্কার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭২৪। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) মক্কার প্রতি লক্ষ্য করিয়া বলিলেনঃ কি উত্তম শহর তুমি! তোমায় আমি কত ভালবাসি; যদি আমার কওম আমাকে তোমা হইতে বিতাড়িত না করিত, তবে আমি কখনও তোমায় ছাড়া অন্য কোথাও বসবাস করিতাম না। – তিরমিযী ইহা বর্ণনা করিয়াছেন এবং বলিয়াছেন, হাদীসটি হাসান সহীহ তবে সনদের দিক হইতে গরীব।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৭২৫
details icon

পরিচ্ছেদঃ ১৪. দ্বিতীয় অনুচ্ছেদ - মক্কার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭২৫। হযরত আব্দুল্লাহ্ ইবনে আদী ইবনে হামরা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)কে দেখিয়াছি, তিনি খাযওয়ারায় দাঁড়াইয়া বলিতেছেনঃ হে মক্কা—আল্লাহর কসম——তুমি হইতেছ আল্লাহ্র শ্রেষ্ঠতম যমীন এবং আল্লাহর যমীনের প্রিয়তর যমীন আল্লাহর নিকট। যদি আমি তোমা হইতে বাহির করা না হইতাম, কখনও বাহির হইতাম না। —তিরমিযী ও ইবনে মাজাহ্

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৭২৬
details icon

পরিচ্ছেদঃ ১৪. তৃতীয় অনুচ্ছেদ - মক্কার হারামকে আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষণ প্রসঙ্গে
২৭২৬। (সাহাবী) হযরত আবু শুরাইহ্ আদাবী (রাঃ) হইতে বর্ণিত আছে, যখন আমর ইবনে সায়ীদ (হযরত আব্দুল্লাহ্ ইবনে যুবায়রের বিরুদ্ধে) মক্কার দিকে সৈন্যবাহিনী প্রেরণ করিতেছিলেন, তখন আবু শুরাইহ্ বলিলেন, হে আমীর ! আমাকে অনুমতি দিন আমি আপনাকে একটি কথা বলি যাহা মক্কা বিজয়ের দিন সকালে রাসূলুল্লাহ্ (ﷺ) ভাষণ দানকালে দাঁড়াইয়া বলিয়াছিলেন—এবং যাহা আমার এই দুই কান শুনিয়াছে; আমার অন্তর স্মরণ রাখিয়াছে এবং আমার এই দুই চক্ষু দেখিয়াছে—যখন তিনি কথা বলিতে শুরু করিলেন, প্রথমে আল্লাহর গুণগান করিলেন, অতঃপর বলিলেন, “আল্লাহ্ মক্কাকে হারাম করিয়াছেন, কোন মানুষ উহাকে হারাম করে নাই। সুতরাং কোন এমন ব্যক্তির পক্ষে, যে আল্লাহ্ ও পরকালে বিশ্বাস রাখে, উহাতে রক্তপাত করা আর উহার বৃক্ষ ছেদন করা হালাল হইবে না। যদি কেহ উহাতে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর যুদ্ধের অজুহাত দেখাইয়া জায়েয মনে করে তাহাকে বলিবে, আল্লাহ্ তাঁহার রাসূলকে অনুমতি দিয়াছেন, তোমাকে অনুমতি দেন নাই ; আর আমাকেও অনুমতি দিয়াছেন একদিনের সামান্য মাত্র সময়ে, অতঃপর উহার হুরমত ফিরিয়া আসিয়াছে যেমন পূর্বে ছিল। আমার এ কথা প্রত্যেক উপস্থিতই যেন অনুপস্থিতকে জানাইয়া দেয়।” অতঃপর আবু শুরাইহুকে জিজ্ঞাসা করা হইল, তখন আমর আপনাকে কি উত্তর দিলেন? আবু শুরাইহ্ বলেন, তখন তিনি বলিলেন, ইহা আমি আপনা অপেক্ষা অধিক অবগত হে আবু শুরাইহ্! মক্কা কোন অপরাধীকে আশ্রয় দেয় না, আর এমন লোককেও নহে যে রক্তপাত করিয়া মক্কায় ভাগিয়া আসিয়াছে অথবা অপরাধ করিয়া তথায় পলাইয়াছে! — মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান