মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২৭০৯
details icon

পরিচ্ছেদঃ ১৩. প্রথম অনুচ্ছেদ - বাধাগ্রস্ত হওয়া এবং হজ্জ ছুটে যাওয়া
২৭০৯। হযরত মিসওয়ার ইবনে মাখরামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাই করিয়াছেন মাথা মুড়ানের পূর্বে এবং তাহার সহচরগণকে ইহার নির্দেশ দিয়াছেন। -বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৭১০
details icon

পরিচ্ছেদঃ ১৩. প্রথম অনুচ্ছেদ - বাধাগ্রস্ত হওয়া এবং হজ্জ ছুটে যাওয়া
২৭১০। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, তোমাদের জন্য কি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যথেষ্ট নহে? (তিনি বলিয়াছেন,) যখন তোমাদের কাহাকেও হা হইতে (অর্থাৎ, আরাফাতে অবস্থান হইতে) আব্দ্ধ রাখা হইবে, সে বায়তুল্লাহর তওয়াফ ও সাফা মারওয়ার সায়ী করিবে, অতঃপর প্রত্যেক ব্যাপারে হালাল হইয়া যাইবে, যাবৎ না আগামী বৎসর হজ্জ করে। (সায়ীর পর) সে কোরবানীর পশু জবাই করিবে অথবা রোযা রাখিবে যদি কোরবানীর পশু না পায়। -বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৭১১
details icon

পরিচ্ছেদঃ ১৩. প্রথম অনুচ্ছেদ - বাধাগ্রস্ত হওয়া এবং হজ্জ ছুটে যাওয়া
২৭১১। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আপন চাচাত বোন) যুবাআ বিনতে যুবায়রের নিকট গেলেন এবং বলিলেন : সম্ভবতঃ তুমি হজ্জের ইচ্ছা রাখ? তিনি বলিলেন, (হ্যাঁ, কিন্তু) আল্লাহর কসম, আমি তো কখনও নিজেকে নিরোগী পাই না। তখন হুযুর (ছা:) তাহাকে বলিলেন, হজ্জের নিয়ত কর এবং শর্ত করিয়া বল যে, হে আল্লাহ্। যেখানে তুমি আমাকে আব্দ্ধ করিবে সেখানেই আমি হালাল হইয়া যাইব। —মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৭১২
details icon

পরিচ্ছেদঃ ১৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বাধাগ্রস্ত হওয়া এবং হজ্জ ছুটে যাওয়া
২৭১২। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহার সাহাবীগণকে নির্দেশ দিয়াছিলেন, হুদায়বিয়ার বৎসর তাঁহারা যে পশু কোরবানী করিয়াছিলেন, (পরবর্তী বৎসরের) কাযা উমরায় উহার পরিবর্তে অন্য পশু কোরবানী করিতে। —আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান