মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২৬৪৭

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - মাথার চুল মুণ্ডন করার প্রসঙ্গে
২৬৪৭। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, আমাকে আমীরে মুআবিয়া (রাঃ) বলিয়াছেন, আমি কাচি দ্বারা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ছাটিয়াছি মারওয়ার নিকটে। মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৬৪৮

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - মাথার চুল মুণ্ডন করার প্রসঙ্গে
২৬৪৮। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, বিদায় হজ্জে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: “আল্লাহ্! তুমি অনুগ্রহ কর যাহারা মস্তক মুণ্ডন করিয়াছে তাহাদের প্রতি।” সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্। যাহারা মাথা ছাটাইয়াছে তাহাদের প্রতিও। হুযুর বলিলেন, "আল্লাহ্! তুমি অনুগ্রহ কর যাহারা মস্তক মুণ্ডন করিয়াছে তাহাদের প্রতি।" সাহাবীগণ বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! যাহারা মাথা ছাটাইয়াছে তাহাদের প্রতিও। হুযূর (তৃতীয়বারে) বলিলেন, “যাহারা মাথা ছাঁটাইয়াছে তাহাদের প্রতিও।" — মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৬৪৯

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - মাথার চুল মুণ্ডন করার প্রসঙ্গে
২৬৪৯। ইয়াহইয়া ইবনে হুসাইন তাহার দাদী হইতে বর্ণনা করেন যে, তাহার দাদী বলিয়াছেন, হাজ্জাতুল বেদায় আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মস্তক মুণ্ডনকারীদের জন্য তিনবার দো'আ করিতে শুনিয়াছি, আর যাহারা ছাটাইয়াছে তাহাদের জন্য মাত্র একবার। —মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৬৫০

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - মাথার চুল মুণ্ডন করার প্রসঙ্গে
২৬৫০। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় পৌঁছিয়া প্রথমে জামরাতে গেলেন এবং উহাতে কাঁকর মারিলেন, অতঃপর মিনায় অবস্থিত তাঁহার ডেরায় গেলেন এবং কোরবানীর পশুসমূহ যবেহ করিলেন, তৎপর নাপিত ডাকাইলেন এবং তাহাকে আপন মাথার ডান দিক বাড়াইয়া দিলেন। সে উহা মুড়াইল। তিনি আবু তালহা আনসারীকে ডাকাইয়া কেশগুচ্ছ দিলেন। অতঃপর নাপিতকে মাথার বাম দিক বাড়াইয়া দিয়া বলিলেন, মুড়াও সে মুড়াইল, আর তিনি উহা সেই আবু তালহাকে দিয়া বলিলেন যাও, মানুষের মধ্যে বণ্টন করিয়া দাও ! মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৬৫১

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - মাথার চুল মুণ্ডন করার প্রসঙ্গে
২৬৫১। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোশবু লাগাইয়াছি এহরাম বাঁধার পূর্বে এবং কোরবানীর তারিখে বায়তুল্লাহর তওয়াফ করার পূর্বে—এমন খোশবু, যাহাতে মেশক (কস্তুরী) ছিল। — মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৬৫২

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - মাথার চুল মুণ্ডন করার প্রসঙ্গে
২৬৫২। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানীর দিনে মক্কায় যাইয়া তাওয়াফুল ইফাযা করিলেন, অতঃপর মিনায় ফিরিয়া যোহরের নামায পড়িলেন। — মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান