মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২৬৪৫
details icon

পরিচ্ছেদঃ ৭. তৃতীয় অনুচ্ছেদ - কুরবানীর পশুর বর্ণনা
২৬৪৫। হযরত নুবাইশা হুয়ালী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমি গত বৎসর তোমাদিগকে তিন দিনের অধিক কোরবানীর গোশত খাইতে নিষেধ করিয়াছিলাম, যাহাতে উহা যথেষ্ট হয় তোমাদের জন্য (ও গরীবদের জন্য)। এ বৎসর আল্লাহ্ সচ্ছলতা দান করিয়াছেন, সুতরাং এ বৎসর তোমরা খাও, জমা রাখ এবং দান করিয়া সওয়াব হাসিল কর। জানিয়া রাখ, এই কয়দিন হইল খাওয়াপিয়া ও আল্লাহর যিকিরের দিন। –আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৬৪৬
details icon

পরিচ্ছেদঃ ৮. প্রথম অনুচ্ছেদ - মাথার চুল মুণ্ডন করার প্রসঙ্গে
২৬৪৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁহার কত্তক সাহাবী বিদায় হজ্জে মস্তক মুণ্ডন করিয়াছিলেন আর কেহ ছাটাইয়াছিলেন। — মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান