মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২৬২২

পরিচ্ছেদঃ ৬. প্রথম অনুচ্ছেদ - পাথর মারা
২৬২২। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: এস্তেঞ্জার ঢেলা লইতে হয় বিজোড়, কাকর মারা বিজোড়, সাফা-মারওয়ার সায়ী করা বিজোড় ও তওয়াফ করা বিজোড় এবং যখন তোমাদের কেহ সুগন্ধ ধোয়া লয় সে যেন বিজোড় লয়। —মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান