মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২৬২৩
details icon

পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ - পাথর মারা
২৬২৩। হযরত কুদামা ইবনে আব্দুল্লাহ্ ইবনে আম্মার (রাঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-কে দেখিয়াছি, ঈদের দিনে তিনি একটি লাল সাদা মিশ্রিত উটনীর উপর থাকিয়া জামরায় কাঁকর মারিতেছেন— যথায় কাহাকেও মারণ নাই, হাঁকানো নাই, সর সর রবও নাই। —শাফেয়ী, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৬২৪
details icon

পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ - পাথর মারা
২৬২৪। হযরত আয়েশা (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ কাঁকর মারা ও সাফা মারওয়ার মধ্যে সায়ী করা আল্লাহর যিকির প্রতিষ্ঠা করার জন্যই প্রবর্তিত হইয়াছে। —তিরমিযী ও দারেমী। তিরমিযী বলিয়াছেন, হাদীসটি হাসান ও সহীহ্।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৬২৫
details icon

পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ - পাথর মারা
২৬২৫। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমরা সাহাবীগণ আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমরা কি মিনায় আপনার জন্য একটি বাড়ী তৈয়ার করিব না—যাহা আপনাকে সর্বদা ছায়া দিবে? তিনি বলিলেন, না। মিনায় সে-ই ডেরা গাড়িতে পারিবে যে প্রথমে আসিবে। – তিরমিযী, ইবনে মাজাহ্ ও দারেমী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান