মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২৬১৪
details icon

পরিচ্ছেদঃ ৫. দ্বিতীয় অনুচ্ছেদ - আরাফাহ্ ও মুযদালিফা হতে ফিরে আসা
২৬১৪। হযরত আয়েশা (রাঃ) বলেন, কোরবানীর পূর্ব রাত্রিতে নবী করীম (ﷺ) উম্মে সালামাকে (মিনায়) পাঠাইয়া দিলেন। উম্মে সালামা উষার পূর্বেই কাকর মারিলেন, অতঃপর মক্কায় যাইয়া তওয়াফে ইফাযা করিয়া আসিলেন, আর সেই দিন ছিল যেদিন রাসূলুল্লাহ্ (ﷺ) (বণ্টন অনুসারে) তাঁহার নিকট থাকিতেন। —আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৬১৫
details icon

পরিচ্ছেদঃ ৫. দ্বিতীয় অনুচ্ছেদ - আরাফাহ্ ও মুযদালিফা হতে ফিরে আসা
২৬১৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, মক্কাবাসী অথবা বাহিরের আগন্তুক উমরাকারী 'লাব্বাইক' বলিতে থাকিবে যে পর্যন্ত না (তওয়াফে) 'হাজারে আসওয়াদ' স্পর্শ করে। –আবু দাউদ। তিনি বলেন, হাদীসটি মউকুফ অর্থাৎ, ইহা ইবনে আব্বাসের কথা।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৬১৬
details icon

পরিচ্ছেদঃ ৫. তৃতীয় অনুচ্ছেদ - আরাফাহ্ ও মুযদালিফা হতে ফিরে আসা
২৬১৬। (তাবেয়ী) ইয়া'কুব ইবনে আসেম ইবনে ওরওয়া হইতে বর্ণিত আছে যে, তিনি হযরত শারীদ (ইবনে ছুওয়াইদ)-কে বলিতে শুনিয়াছেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে আরাফাত হইতে রওয়ানা হইয়াছি, দেখিয়াছি তাঁহার পা মোবারক কোথাও যমীন স্পর্শ করে নাই, যাবৎ না মুযদালিফায় পৌঁছিয়াছেন। –আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান