মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২৫৫৩
details icon

পরিচ্ছেদঃ ১. তৃতীয় অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৫৩। হযরত জাবের (রাঃ) হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন হজ্জের এরাদা করিলেন লোকের মধ্যে ঘোষণা করিয়া দিলেন। সুতরাং লোক দলে দলে একত্র হইল। যখন তিনি বায়দা নামক স্থানে পৌঁছিলেন, এহরাম বাঁধিলেন। —বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৫৫৪
details icon

পরিচ্ছেদঃ ১. তৃতীয় অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৫৪। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, মুশরিকরা তালবিয়াতে বলিত, 'হে খোদা! হাযির আছি, তোমার কোন শরীক নাই' – এই সময় রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেন, তোমাদের সর্বনাশ হউক, থাম থাম (আর আগে বাড়িও না। কিন্তু তাহারা আগে বাড়িয়া বলিত) — 'অবশ্য যে শরীক তোমার আছে যাহার মালিক তুমি এবং সে তোমার মালিক নহে।' মুশরিকরা ইহা বলিত এবং বায়তুল্লাহর তওয়াফ করিত। —মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান