মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২৫৪৭
details icon

পরিচ্ছেদঃ ১. দ্বিতীয় অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৪৭। হযরত যায়দ ইবনে সাবেত (রাঃ) হইতে বর্ণিত আছে যে, তিনি নবী করীম (ﷺ)-কে এহরামের জন্য সিলাইবিহীন কাপড় পরিতে ও গোসল করিতে দেখিয়াছেন। —তিরমিযী ও দারেমী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৫৪৮
details icon

পরিচ্ছেদঃ ১. দ্বিতীয় অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৪৮। হযরত ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) আঠাল জিনিস দ্বারা মাথার চুল জড় করিয়াছিলেন। – আবু দাউদ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৫৪৯
details icon

পরিচ্ছেদঃ ১. দ্বিতীয় অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৪৯। হযরত খাল্লাদ ইবনে সায়েব তাঁহার পিতা হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ফরমাইয়াছেনঃ হযরত জিবরাঈল (আঃ) আসিয়া আমাকে বলিয়াছেন, আমি যেন আমার আসহাবকে তালবিয়া উচ্চঃস্বরে পড়িতে বলি। — মালেক, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৫৫০
details icon

পরিচ্ছেদঃ ১. দ্বিতীয় অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৫০। হযরত সাহল ইবনে সা'দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে কোন মুসলমান তালবিয়া বলে, তাহার সাথে তালবিয়া বলে যাহা তাহার ডানে বামে আছে, পূর্ব পশ্চিমের সীমা পর্যন্ত—পাথর, গাছ বা মাটির ঢেলা। – তিরমিযী ও ইবনে মাজাহ্

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৫৫১
details icon

পরিচ্ছেদঃ ১. দ্বিতীয় অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৫১। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যুলহুলায়ফায় দুই রাকাত নামায পড়িলেন। অতঃপর যখন মসজিদে যুলহুলায়ফার নিকট তাঁহার উটনী তাঁহাকে লইয়া সোজা হইয়া দাড়াইল, তিনি এই সকল শব্দ দ্বারা তালবিয়া পড়িলেন, “লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা ওয়া সা’দাইক; ওয়ালখায়রু ফি ইয়াদাইকা লাব্বাইক; ওয়াররাগবাউ ইলাইকা ওয়ালআমালু” – অর্থাৎ, 'প্রভু হে! আমি খেদমতে হাযির আছি, আমি খেদমতে হাযির আছি; আমি হাযির আছি এবং তোমার খেদমতের সৌভাগ্য লাভ করিতেছি। সমস্ত কল্যাণ তোমার হাতে – আমি হাযির আছি; সমস্ত রগবত্‌ ও আকাঙ্ক্ষা তোমার দিকে এবং সকল আমল তোমার হুকুমে।'—বুখারী ও মুসলিম; কিন্তু পাঠ মুসলিমের।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৫৫২
details icon

পরিচ্ছেদঃ ১. দ্বিতীয় অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৫২। হযরত উমারা তাঁহার পিতা খুযায়মা ইবনে সাবেত হইতে এবং তিনি নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি (নবী করীম) যখন তালবিয়া হইতে অবসর গ্রহণ করিলেন, আল্লাহর নিকট তাঁহার সন্তোষ প্রার্থনা করিলেন ও জান্নাত চাহিলেন, অতঃপর তাঁহার নিকট দোযখের আগুন হইতে ক্ষমা চাহিলেন তাঁহার রহমতের উসীলায়। —শাফেয়ী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান