মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১১- হজ্জ্বের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২৫৪১

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৪১। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথার কেশ জড়ান অবস্থায় বলিতে শুনিয়াছি, "লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক; আন্নাল হামদা ওয়ানি'মাতা লাকা ওয়াল মূলকা লা শারীকা লাকা” প্রভু হে! আমি তোমার খেদমতে দণ্ডায়মান আছি, আমি তোমার খেদমতে দণ্ডায়মান আছি, আমি তোমার খেদমতে দণ্ডায়মান আছি, তোমার কোন শরীক নাই, আমি তোমার খেদমতে দণ্ডায়মান আছি; সমস্ত প্রশংসা সমস্ত নেয়ামত তোমারই এবং সমগ্র রাজত্ব তোমার তোমার কোন শরীক নাই। তিনি এই কয়টি কথার অধিক কিছু বলেন নাই। — মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৫৪২

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৪২। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, (বিদায় হচ্ছে) রাসূলুল্লাহ্ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপন পা মোবারক রেকাবে রাখিয়াছিলেন এবং তাহার উটনী তাহাকে লইয়া সোজা হইয়া দাড়াইয়াছিল, তখন তিনি তালবিয়া বলিয়াছিলেন ফুলহুলায়ফা মসজিদের নিকটে। মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৫৪৩

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৪৩। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে (মক্কার উদ্দেশ্যে) বাহির হইলাম এবং উচ্চঃস্বরে হজ্জের তালবিয়া বলিতে রহিলাম। — মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৫৪৪

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৪৪। হযরত আনাস (রাঃ) বলেন, আমি হযরত আবু তালহার সাথে একই বাহনে সওয়ার ছিলাম। আমি শুনিয়াছি, তাঁহারা এক সাথে হজ্জ ও উমরা উভয়ের তাবিয়া বলিতেছিলেন। —বুখারী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৫৪৫

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৪৫। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাথে বিদায় হজ্জের বৎসর বাহির হইলাম, —আমাদের মধ্যে কেহ কেহ শুধু উমরার এহরাম বাঁধিয়াছিলেন, আর কেহ কেহ হজ্জ ও উমরা উভয়ের; আর কেহ কেহ শুধু হজ্জের; কিন্তু রাসূলুল্লাহ্ (ﷺ) শুধু হজ্জের এহরামই বাঁধিয়াছিলেন। সুতরাং যাহারা শুধু উমরার এহরাম বাঁধিয়াছিলেন, তাহারা (তওয়াফ ও সায়ীর পর) এহরাম খুলিয়া ফেলিলেন, আর যাহারা শুধু হজ্জের এহরাম বাঁধিয়াছিলেন অথবা হজ্জ ও উমরা উভয়ের এহরাম এক সাথে করিয়াছিলেন, তাঁহারা এইরাম খুলিলেন না, যাবৎ না (১০ তারিখ) কোরবানীর দিন আসিল। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৫৪৬

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - ইহরাম ও তালবিয়াহ্
২৫৪৬। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বিদায় হজ্জে, হজ্জের সাথে উমরাকেও মিলাইয়াছিলেন এবং এইরূপে আরম্ভ করিয়াছিলেন, প্রথমে উমরার তালবিয়া বলিয়াছিলেন, অতঃপর হজ্জের তালবিয়া। — মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান