মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১০- যাবতীয় দোয়া-যিক্র - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২৪৮১

পরিচ্ছেদঃ ৬. তৃতীয় অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৮১। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে শুনিয়াছি, “আল্লাহ্! আমি তোমার শরণ লইতেছি কুফরী ও করয হইতে।” এক ব্যক্তি বলিয়া উঠিল, হুযূর ! করযকে আপনি কুফরীর সমান মনে করিতেছেন? তিনি বলিলেন, হ্যাঁ। অপর বর্ণনায় রহিয়াছে, “আল্লাহ্! আমি তোমার শরণ লইতেছি কুফরী ও পরমুখাপেক্ষিতা হইতে।” তখন এক ব্যক্তি বলিল, হুযুর! এই দুইটা কি সমান? তিনি বলিলেন, হ্যাঁ। —নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৪৮২

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৮২। হযরত আবু মুসা আশআরী (রাঃ) নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে, তিনি কখনও এইরূপ দোআ করিতেন, "আল্লাহ্। মাফ কর তুমি আমার অপরাধ, আমার অজ্ঞতা এবং আমার কাজে আমার সীমালঙ্ঘন, আর যাহা তুমি আমা অপেক্ষাও অধিক জান। আল্লাহ্, মাফ কর তুমি আমার তত্ত্বের বিষয় ও খামখেয়ালীর বিষয় আমার ভুলে কৃত বিষয় ও ইচ্ছাকৃত বিষয়, আর ইহার সকলটিই আমার নিকট আছে। আল্লাহ্, মাফ কর তুমি আমার গোনাহ আমি যাহা পূর্বে করিয়াছি এবং যাহা পরে করিয়াছি (বা করিব; যাহা আমি গোপনে করিয়াছি ও যাহা আমি প্রকাশ্যে করিয়াছি এবং যাহা তুমি আমা অপেক্ষা অধিক জান। তুমিই আগে বাড়াও ও পিছে হটাও এবং প্রত্যেক বিষয়ের উপর তুমি ক্ষমতাবান।” – মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান