মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১০- যাবতীয় দোয়া-যিক্র - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৬ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২৪৮৩

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৮৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলিতেন, "আল্লাহ্! তুমি ঠিক করিয়া দাও আমার ধর্ম, যাহা পবিত্র করিবে আমার কর্ম, ঠিক করিয়া দাও আমার ইহকাল, যাহাতে রহিয়াছে আমার জীবন ঠিক করিয়া দাও আমার পরকাল, যাহাতে হইবে আমার প্রত্যাবর্তন। এবং আমার হায়াতকে কর বৃদ্ধি প্রত্যেক কল্যাণকর কাজে, আর আমার মউতকে কর আমার পক্ষে প্রত্যেক অকল্যাণ হইতে শাস্তিস্বরূপ।" — মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৪৮৪

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৮৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেন, "আল্লাহ্! আমি তোমার নিকট চাহি সৎপথ, সংযম, হারাম হইতে বাচিয়া থাকা এবং অন্যের নিকট হইতে বেনিয়াযী। —মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৪৮৫

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৮৫। হযরত আলী (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন: তুমি বল, “আল্লাহ্! আমাকে পথ দেখাও এবং আমাকে সরল সোজা রাখ আর 'পথ' অর্থে মনে করিবে তুমি আল্লাহর পথ এবং ' সোজা' অর্থে খেয়াল করিবে তীরের ন্যায় সোজা। —মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৪৮৬

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৮৬। (তাবেয়ী) আবু মালেক আশজায়ী (রঃ) তাহার পিতা হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন, যখন কোন লোক মুসলমান হইত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে প্রথমে নামায শিক্ষা দিতেন, অতঃপর তাহাকে এই বাক্যসমূহ দ্বারা দো'আ করিতে বলিতেন: "আল্লাহ্! আমাকে মাফ কর, আমাকে দয়া কর, আমাকে পথ দেখাও, আমাকে শান্তিতে রাখ এবং আমাকে রিযিক দাও।" - মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৪৮৭

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৮৭। হযরত আনাস (রাঃ) বলেন, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ সময়ের দোআ ছিল, “আল্লাহ্। আমাদিগকে দুনিয়াতে ভালাই দান কর এবং আখেরাতে ভালাই, আর বাচাইয়া রাখ আমাদিগকে দোযখের আযাব হইতে।" - (কোরআন) মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৪৮৮

পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - মৌলিক দুআসমূহ
২৪৮৮। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) দো'আ করিতেন এবং বলিতেন, “পরওয়ারদেগার! আমাকে মদদ কর, আমার বিরুদ্ধে মদদ করিও না; আমাকে সাহায্য কর, আমার বিরুদ্ধে সাহায্য করিও না; আমার পক্ষে উপায় উদ্ভাবন কর, আমার বিরুদ্ধে উপায় উদ্ভাবন করিও না; আমাকে পথ দেখাও, আমার জন্য পথ সহজ কর এবং যে আমার প্রতি জবরদস্তি করে তাহার উপর আমাকে জয়ী কর। পরওয়ারদেগার! আমাকে তোমারই কৃতজ্ঞ কর, তোমারই স্মরণকারী কর, তোমারই ভয়ে ভীত কর, তোমারই অনুগত কর, তোমারই কাছে বিনম্র কর, (গোনাহর কারণে) তোমারই নিকট দুঃখ প্রকাশ করিতে শিখাও এবং তোমারই দিকে রুজু কর। প্রভু! আমার তওবা কবুল কর, আমার গোনাহ্ ধুইয়া দাও, আমার ডাকে সাড়া দাও, আমার প্রমাণ (ঈমান) দৃঢ় কর, আমার যবান ঠিক রাখ, আমার অন্তরকে হেদায়ত কর এবং আমার অন্তরের কলুষতা দূর কর।” —তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্

তাহকীক:
তাহকীক চলমান