মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১০- যাবতীয় দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২৪৬১
details icon

পরিচ্ছেদঃ ৬. প্রথম অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৬১। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দো'আসমূহের মধ্যে ইহাও ছিল, "আল্লাহ্। আমি তোমার পানাহ চাহি (আমার প্রতি) তোমার নেয়ামতের হ্রাসপ্রাপ্তি, তোমার শান্তির বিবর্তন, তোমার শাস্তির হঠাৎ আক্রমণ এবং তোমার সমস্ত অসন্তোষ হইতে।" — মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৪৬২
details icon

পরিচ্ছেদঃ ৬. প্রথম অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৬২। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপ বলিতেন, “আল্লাহ্! আমি তোমার নিকট পানাহ্ চাহি—যাহা আমি করিয়াছি তাহার অপকারিতা হইতে এবং যাহা আমি করি নাই তাহার অপকারিতা হইতে।” —মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৪৬৩
details icon

পরিচ্ছেদঃ ৬. প্রথম অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৬৩। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেন, “আল্লাহ্! আমি তোমারই প্রতি আত্মসমর্পণ করিলাম, তোমারই প্রতি বিশ্বাস স্থাপন করিলাম, তোমারই প্রতি ভরসা করিলাম, তোমারই দিকে রুজু করিলাম এবং তোমারই সাহায্যে (তোমার শত্রুর সাথে) লড়িলাম। আল্লাহ্, আমি তোমার প্রতাপের শরণ লইতেছি—তুমি ব্যতীত কোন মা'বূদ নাই—আমাকে পথভ্রষ্ট করা হইতে, তুমি চিরঞ্জীব, কখনও মরিবে না, আর জিন ও ইনসান মরিবে।”-- মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৪৬৪
details icon

পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৬৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেন, “আল্লাহ্ ! আমি চারিটি বিষয় হইতে তোমার নিকট পানাহ্ চাহি—জ্ঞান যাহা উপকারে আসে না, অন্তর যাহা গলে না, মন যাহা তৃপ্তি লাভ করে না এবং দো'আ যাহা কবুল হয় না।” —আহমদ, আবু দাউদ ও ইবনে মাজাহ্ ।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৪৬৫
details icon

পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৬৫। তিরমিযী আব্দুল্লাহ্ ইবনে আমর হইতে এবং নাসায়ী উভয় হইতে।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৪৬৬
details icon

পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৬৬। হযরত ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) পাঁচটি বিষয় হইতে পানাহ্ চাহিতেন— কাপুরুষতা, কৃপণতা, বয়সের মন্দতা, অন্তরের ফেতনা ও কবরের আযাব হইতে। – আবু দাউদ ও নাসায়ী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২৪৬৭
details icon

পরিচ্ছেদঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ - আশ্রয় প্রার্থনা করা
২৪৬৭। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিতেন, “আল্লাহ্! আমি তোমার নিকট পানাহ্ চাহি অভাব, স্বল্পতা ও অপমান হইতে এবং তোমার নিকট পানাহ্ চাহি— পাছে আমি অত্যাচার করি বা অত্যাচারিত হই।” –আবু দাউদ ও নাসায়ী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান