মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১০- যাবতীয় দোয়া-যিক্র - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২৪১৩

পরিচ্ছেদঃ ৪. তৃতীয় অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৪১৩। (তাবেয়ী) আব্দুর রহমান ইবনে আবু বাকরা (রঃ) বলেন, আমি আমার বাপজানকে বলিলাম, বাপজান! আপনাকে প্রত্যেক সকালে বলিতে শুনি, “আল্লাহ্! আমাকে কুশলে রাখ আমার শরীরগতভাবে; আল্লাহ্, আমাকে কুশলে রাখ আমার শ্রবণ ইন্দ্রিয়ে; আল্লাহ, আমাকে কুশলে রাখ আমার দৃষ্টিশক্তিতে, তুমি ব্যতীত কোন মা'বূদ নাই”—ইহা সকালে তিনবার ও সন্ধ্যায় তিনবার বলেন। তখন তিনি বলিলেন, বাবা! আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে এই বাক্যগুলির দ্বারা দোআ করিতে শুনিয়াছি। সুতরাং আমি তাঁহার নিয়ম পালন করাকে ভালবাসি। —আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৪১৪

পরিচ্ছেদঃ ৪. তৃতীয় অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৪১৪। হযরত আব্দুল্লাহ্ ইবনে আবু আওফা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন সকালে উপনীত হইতেন, বলিতেন, “আমরা সকালে উপনীত হইলাম, আর সকালে উপনীত হইল রাজ্য আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর জন্য প্রশংসা। আল্লাহর জন্য বড়াইর অধিকার ও সম্মান। আল্লাহর জন্য সৃষ্টি ও (উহার) পরিচালন, রাত্রি ও দিন এবং উহাতে যাহা বসতি করে। আল্লাহ্! তুমি এইদিনের প্রথমাংশকে কর কল্যাণযুক্ত ও মধ্যমাংশকে কর কামিয়াবীর কারণ এবং শেষাংশকে কর সাফল্যময়। ইয়া আরহামার রাহেমীন।” –নববী কিতাবুল আযকারে ইবনে সুন্নীর রেওয়ায়তে

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৪১৫

পরিচ্ছেদঃ ৪. তৃতীয় অনুচ্ছেদ - সকাল সন্ধ্যা ও শয্যা গ্রহণকালে যা বলবে
২৪১৫। হযরত আব্দুর রহমান ইবনে আবযা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ভোরে উঠিয়া বলিতেন, “আমরা ভোরে উঠিলাম ইসলামের ফেতরাত সহকারে, কালেমায়ে তওহীদ সহকারে, আমাদের নবী মুহাম্মাদ (ﷺ)-এর দ্বীনের উপর এবং ইবরাহীম হানীফের মিল্লাতের উপর — তিনি মুশরিকদের অন্তর্গত ছিলেন না।” –আহমদ ও দারেমী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২৪১৬

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪১৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যদি তোমাদের কেহ যখন আপন স্ত্রীর সহিত মিলিতে ইচ্ছা করে— বলে, “বিসমিল্লাহ্, আল্লাহ্ তুমি আমাদিগকে দূরে রাখ শয়তান হইতে এবং শয়তানকে দূরে রাখ আমাদের জন্য যাহা নির্ধারণ করিয়াছ তাহা হইতে।" ইহাতে যদি তাহাদের জন্য কোন সন্তান নির্ধারিত হয় তাহাকে কখনও শয়তান কষ্ট দিতে পারিবে না। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান