মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১০- যাবতীয় দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২৩১৮
- যাবতীয় দোয়া-যিক্‌র
১. তৃতীয় অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্‌দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২৩১৮। হযরত আনাস (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) একটি পাতা-শুষ্ক গাছের নিকট পৌঁছিলেন এবং আপন লাঠি দ্বারা উহাকে আঘাত করিলেন। ইহাতে উহার পাতা ঝরিতে লাগিল। তখন তিনি বলিলেনঃ 'আলহামদুলিল্লাহ্,' 'সুবহানাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবর' – বান্দার গোনাহকে ঝরাইয়া দেয় যেভাবে ঐ গাছের পাতা ঝরিতেছে। —তিরমিযী। তিনি বলেন, হাদীসটি গরীব।
كتاب الدعوات
وَعَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى شَجَرَةٍ يَابِسَةِ الْوَرَقِ فَضَرَبَهَا بِعَصَاهُ فَتَنَاثَرَ الْوَرَقُ فَقَالَ: «إِنَّ الْحَمْدُ لِلَّهِ وَسُبْحَانَ اللَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ تُساقطُ ذُنوبَ العَبدِ كَمَا يتَساقطُ وَرَقُ هَذِهِ الشَّجَرَةِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ. وَقَالَ: هَذَا حديثٌ غَرِيب
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩১৯
- যাবতীয় দোয়া-যিক্‌র
১. তৃতীয় অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্‌দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২৩১৯। (তাবেয়ী) মাকহুল হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) একবার আমাকে বলিলেনঃ 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্' বেশী বেশী বলিবে; কেননা, উহা জান্নাতের ভাণ্ডারের বাক্যবিশেষ । মাহুল বলেন, যে বলিবে; 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি' – আল্লাহ্ তাহার সত্তরটি কষ্ট দূর করিয়া দিবেন, যাহার তুচ্ছটা হইল দারিদ্র্য। —তিরমিযী ইহা বর্ণনা করিয়া বলেন, ইহার সনদ মুত্তাসিল নহে। মাকহুল হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে হাদীসটি শুনেন নাই।
كتاب الدعوات
وَعَن مَكحولِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَكْثِرْ مِنْ قَوْلِ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ فَإِنَّهَا مِنْ كَنْزِ الْجَنَّةِ . قَالَ مَكْحُولٌ: فَمَنْ قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ وَلَا مَنْجًى مِنَ اللَّهِ إِلَّا إِلَيْهِ كَشَفَ اللَّهُ عَنْهُ سَبْعِينَ بَابًا مِنَ الضُّرِّ أَدْنَاهَا الْفَقْرُ. رَوَاهُ التِّرْمِذِيُّ. وَقَالَ: هَذَا حَدِيثٌ لَيْسَ إِسْنَادُهُ بِمُتَّصِلٍ وَمَكْحُولٌ لَمْ يَسْمَعْ عَنْ أَبِي هُرَيْرَةَ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩২০
- যাবতীয় দোয়া-যিক্‌র
১. তৃতীয় অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্‌দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২৩২০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্' হইল নিরানব্বইটি রোগের ঔষধ, যাহাদের সহজটা হইল চিন্তা ।
كتاب الدعوات
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ دَوَاءٌ مِنْ تِسْعَةٍ وَتِسْعِينَ دَاء أيسرها الْهم»
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩২১
- যাবতীয় দোয়া-যিক্‌র
১. তৃতীয় অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্‌দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২৩২১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) একবার আমাকে বলিলেনঃ আরশের নীচের ও বেহেশতের ভাণ্ডারের একটি বাক্য কি তোমাকে জানাইয়া দিব না—'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্' (যখন ইহা বান্দা বলে,) আল্লাহ্ তা'আলা বলেন, আমার বান্দা সম্পূর্ণভাবে আমাতে আত্মসমর্পণ করিল। —উক্ত হাদীস দুইটি বায়হাকী দা'ওয়াতে কবীরে বর্ণনা করিয়াছেন।
كتاب الدعوات
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَلَا أَدُلُّكَ عَلَى كَلِمَةٍ مِنْ تَحْتِ الْعَرْشِ مِنْ كَنْزِ الْجَنَّةِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ يَقُولُ اللَّهُ تَعَالَى: أَسلَمَ عَبدِي واستسلم . رَوَاهُمَا الْبَيْهَقِيّ فِي الدَّعْوَات الْكَبِير
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩২২
- যাবতীয় দোয়া-যিক্‌র
১. তৃতীয় অনুচ্ছেদ - তাসবীহ (সুবহা-নাল্ল-হ), তাহমীদ (আল হাম্‌দুলিল্লা-হ), তাহলীল (লা- ইলা-হা ইল্লাল্ল-হ) ও তাকবীর (আল্ল-হু আকবার)- বলার সাওয়াব
২৩২২। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, 'সুবহানাল্লাহ্' হইল বান্দাদের এবাদত, 'আলহামদু লিল্লাহ্' হইল কৃতজ্ঞতা প্রকাশের বাক্য, 'লা ইলাহা ইল্লাল্লাহ্' হইল তওহীদের কলেমা এবং আল্লাহু আকবর' পূর্ণ করে আসমান ও যমীনের মধ্যে যাহা আছে তাহাকে। বান্দা যখন বলে, 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্ আল্লাহ্ তা'আলা বলেন, সে সম্পূর্ণভাবে আমাতে আত্মসমর্পণ করিল। —রযীন
كتاب الدعوات
وَعَن ابْن عمر أَنَّهُ قَالَ: سُبْحَانَ اللَّهِ هِيَ صَلَاةُ الْخَلَائِقِ وَالْحَمْدُ لِلَّهِ كَلِمَةُ الشُّكْرِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ كَلِمَةُ الْإِخْلَاصِ وَاللَّهُ أَكْبَرُ تَمْلَأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَإِذَا قَالَ الْعَبْدُ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ قَالَ اللَّهُ تَعَالَى: أسلم عَبدِي واستَسلَم. رَوَاهُ رزين
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২৩২৩
- যাবতীয় দোয়া-যিক্‌র
২. প্রথম অনুচ্ছেদ - ক্ষমা ও তাওবাহ্
২৩২৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন খোদার কসম! আমি দৈনিক সত্তর বারেরও অধিক আল্লাহর নিকট ক্ষমা চাই ও তওবা করি। -বুখারী
كتاب الدعوات
بَابُ الْاِسْتِغْفَارِ وَالتَّوْبَةِ:
الْفَصْل الأول
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَاللَّهِ إِنِّي لِأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ أَكْثَرَ مِنْ سبعينَ مرَّةً» . رَوَاهُ البُخَارِيّ