মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১০- যাবতীয় দোয়া-যিক্‌র - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২২২৯
details icon

পরিচ্ছেদঃ প্রথম অনুচ্ছেদ
২২২৯। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তোমরা বদ দো'আ করিও না তোমাদের নিজেদের জন্য, বদ দো'আ করিও না। নিজেদের আওলাদের জন্য এবং বদ দো'আ করিও না নিজেদের মালের জন্য, যাহাতে তোমরা এমন এক সময়ে না পৌঁছ, যে সময় দো'আ করা হইলে তাহা তোমাদের জন্য কবূল করা হয়। —মুসলিম। আর হযরত ইবনে আব্বাসের হাদীস اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ যাকাত পর্বে উল্লেখ করা হইয়াছে।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২২৩০
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
২২৩০। হযরত নো'মান ইবনে বশীর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দো'আ হইল আসল এবাদত। অতঃপর তিনি কোরআনের এই আয়াত পড়িলেনঃ “তোমাদের পরওয়ারদেগার বলিয়াছেন, আমার নিকট দো'আ কর, আমি তোমাদের দো'আ কবুল করিব।” –আহমদ, তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২২৩১
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
২২৩১। হযরত আনাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দো'আ হইল এবাদতের মগজ (কেননা, উহাতে চরম বিনয় রহিয়াছে)। – তিরমিযী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২২৩২
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
২২৩২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ (যিকির বা এবাদতসমূহের মধ্যে) আল্লাহর নিকট দোআ অপেক্ষা কোন জিনিসই অধিক সম্মানিত নহে। – তিরমিযী ও ইবনে মাজাহ্ তিরমিযী বলেন, হাদীসটি হাসান ও গরীব।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২২৩৩
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
২২৩৩। হযরত সালমান ফারেসী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তকদীরকে ফিরাইতে পারে না দোআ ছাড়া অপর কিছু এবং বয়স বাড়াইতে পারে না নেকী ছাড়া অপর কিছু। —তিরমিযী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২২৩৪
details icon

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
২২৩৪। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দো'আ উপকার করে যে বিপদ নাযিল হইয়াছে সে সম্পর্কে এবং যাহা নাযিল হয় নাই সে সম্পর্কে। সুতরাং আল্লাহর বান্দাগণ! তোমরা দো'আ করিবে। —তিরমিযী।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান