মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৩৩
- যাবতীয় দোয়া-যিক্র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৩৩। হযরত সালমান ফারেসী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তকদীরকে ফিরাইতে পারে না দোআ ছাড়া অপর কিছু এবং বয়স বাড়াইতে পারে না নেকী ছাড়া অপর কিছু। —তিরমিযী
كتاب الدعوات
وَعَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا يَرُدُّ الْقَضَاءَ إِلَّا الدُّعَاءُ وَلَا يَزِيدُ فِي الْعُمْرِ إِلَّا الْبر» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
'ফিরাইতে পারে না'—অর্থাৎ, তকদীরে লিখিত বিপদকে সহজ করিতে পারে না অথবা তকদীরকে ফিরাইবার মত যদি কিছু থাকিত উহা দো আই হইত অথবা কোন কোন বিপদ সম্পর্কে তকদীরে এইরূপ রহিয়াছে যে, দো'আ দ্বারা ইহা ফিরিয়া যাইবে। অর্থাৎ, বিপদ ফিরাইবার জন্য দো'আ ছাড়া তথায় অন্য কোন জিনিসের উল্লেখ নাই। এইরূপে মানুষের বয়স বাড়াইবার সম্পর্কে তকদীরের কিতাব লওহে মাহফুযেও দো'আ ছাড়া অপর কিছুরই কথা নাই।