মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১০- যাবতীয় দোয়া-যিক্র - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২২২৩

পরিচ্ছেদঃ দোআ পর্বঃ
প্রথম অনুচ্ছেদ
প্রথম অনুচ্ছেদ
২২২৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। প্রত্যেক নবীকে একটি বিশেষ দোআর অধিকার দেওয়া হইয়াছে যাহা কবুল করা হয়। প্রত্যেক নবী শীঘ্র শীঘ্র দুনিয়াতেই তাহার দো'আ চাহিয়াছেন, আর আমি আমার দো'আ কেয়ামত পর্যন্ত মুলতবী রাখিয়াছি আমার উম্মতের শাফাআতরূপে। ইনশাআল্লাহ্ উহা আমার উম্মতের প্রত্যেক ব্যক্তির প্রতি পৌঁছিবে, যে আল্লাহর সহিত কিছুকে শরীক না করিয়া মরিয়াছে। —মুসলিম। তবে বুখারীর বর্ণনা অপেক্ষা কম।

তাহকীক:
তাহকীক চলমান