মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৮- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ২০৯০
- রোযার অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - লায়লাতুল কদর
২০৯০। হযরত আয়েশা (রাঃ) বলেন, যখন রমযানের শেষ দশক আসিত, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবাদতের জন্য কোমর বাঁধিয়া ফেলিতেন। তিনি সারা রাত্রি জাগিতেন এবং আপন পরিজনকেও জাগাইয়া দিতেন। — মোত্তাঃ
كتاب الصوم
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا ليله وَأَيْقَظَ أَهله
তাহকীক:
হাদীস নং: ২০৯১
- রোযার অধ্যায়
৮. দ্বিতীয় অনুচ্ছেদ - লায়লাতুল কদর
২০৯১।হযরত আয়েশা (রাঃ) বলেন, একবার আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলাল্লাহ্! বলুন, যদি আমি বুঝিতে পারি শবে কদর কোন্ রাত্রিতে, তবে তখন আমি কি বলিব? তিনি বলিলেনঃ তুমি বলিবে, খোদা তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালবাস। অতএব, আমাকে ক্ষমা কর! —আহমদ, ইবনে মাজাহ্ ও তিরমিযী
كتاب الصوم
وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ عَلِمْتُ أَيُّ لَيْلَةٍ الْقَدْرِ مَا أَقُولُ فِيهَا؟ قَالَ: قُولِي: اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعَفُ عَنِّي . رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَصَححهُ
তাহকীক: