মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৮- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২০৭৭
details icon

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - নফল সিয়ামের ইফতারের বিবরণ
২০৭৭। হযরত আনাস (রাঃ) বলেন, একদা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সুলাইমের নিকট পৌঁছিলেন। উম্মে সুলাইম তাহার নিকট কিছু খেজুর ও ঘি উপস্থিত করিলেন। হুযুর বলিলেন: তোমাদের ঘি উহার মশকে এবং খেজুরও উহার ঝুড়িতে রাখিয়া দাও! আমি রোযা রাখিয়াছি। অতঃপর তিনি ঘরের এক কোণে যাইয়া কিছু নফল নামায পড়িলেন আর উম্মে সুলাইম ও তাহার ঘরবাসীদের জন্য দো'আ করিলেন। বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ২০৭৮
details icon

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - নফল সিয়ামের ইফতারের বিবরণ
২০৭৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যখন তোমাদের কেহ খানার দিকে আহুত হয় রোযার অবস্থায়, সে যেন বলে, আমি রোযা। অপর বর্ণনায় আছে, হুযূর বলিয়াছেন, যখন তোমাদের কেহ খানার জন্য আহুত হয়, তখন সে যেন উহা কবুল করে, অতঃপর রোযা থাকিলে তাহাদের জন্য দোআ করে বে-রোযা হইলে খানা খায়। —মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান