মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৮- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২০৭৬
details icon

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - নফল সিয়ামের ইফতারের বিবরণ।

এ সম্পর্কীয় হাদীস আলোচনা করিয়া ইমাম আ'যম আবু হানীফাও এ সিদ্ধান্তে পৌঁছিয়াছেন যে, নফল রোযা রাখিয়া কোন কারণে উহা ভাঙ্গিলে পরে উহা পূর্ণ করিয়া দেওয়া ওয়াজিব। পক্ষান্তরে ইমাম শাফেয়ী বলেন, পূর্ণ করা ওয়াজিব নহে। ইমাম মালেকের মতে ওযরের কারণে ভাঙ্গিলে পূর্ণ করা ওয়াজিব নহে; বে-ওযরে ভাঙ্গিলে পূর্ণ করিবে।
২০৭৬। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসিয়া বলিলেনঃ তোমাদের নিকট কিছু আছে কি? আমরা বলিলাম, না। তিনি বলিলেন, তবে আমি রোযা রাখিলাম। অতঃপর আরেক দিন তিনি আমাদের নিকট আসিলেন, আমরা বলিলাম, ইয়া রাসূলাল্লাহ্! আমাদিগকে 'হায়স' হাদিয়া দেওয়া হইয়াছে। তিনি বলিলেন, উহা আমাকে দেখাও! আমি তো রোযার নিয়ত করিয়াছি। আয়েশা বলেন, অতঃপর তিনি উহা খাইলেন। —মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান