মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৮- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ২০৬৮
- রোযার অধ্যায়
৬. তৃতীয় অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৬৮। বিবি উম্মে সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) অপর দিনসমূহে রোযা রাখা অপেক্ষা শনি-রবিবারেই অধিক রোযা রাখিতেন এবং বলিতেনঃ এই দুই দিন মুশরিকদের পর্বের দিন। অতএব, এ ব্যাপারে আমি তাহাদের খেলাফ করাকে পছন্দ করি। —আহমদ
كتاب الصوم
وَعَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ يَوْمَ السَّبْتِ وَيَوْمَ الْأَحَدِ أَكْثَرَ مَا يَصُومُ مِنَ الْأَيَّامِ وَيَقُولُ: «إِنَّهُمَا يَوْمَا عِيدٍ لِلْمُشْرِكِينَ فَأَنَا أُحِبُّ أَن أخالفهم» . رَوَاهُ أَحْمد
হাদীস নং: ২০৬৯
- রোযার অধ্যায়
৬. তৃতীয় অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৬৯। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে আশুরার তারিখের রোযা রাখিতে নির্দেশ দিতেন এবং উহার জন্য আমাদিগকে উৎসাহিত করিতেন। এ ছাড়া ঐ তারিখের উপস্থিতিকালে তিনি আমাদের খোঁজ রাখিতেন (আমরা রোযা রাখিয়াছি কিনা); কিন্তু যখন রমযানের রোযা ফরয করা হইল, তিনি আমাদিগকে উহার জন্য আর নির্দেশ দিতেন না এবং উহা হইতে নিষেধও করিতেন না এবং উহার উপস্থিতিকালে আমাদের ঐরূপ খোঁজও রাখিতেন না। —মুসলিম
كتاب الصوم
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُ بِصِيَامِ يَوْمِ عَاشُورَاءَ وَيَحُثُّنَا عَلَيْهِ وَيَتَعَاهَدُنَا عِنْدَهُ فَلَمَّا فُرِضَ رَمَضَانُ لَمْ يَأْمُرْنَا وَلَمْ يَنْهَنَا عَنْهُ وَلم يتعاهدنا عِنْده. رَوَاهُ مُسلم
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২০৭০
- রোযার অধ্যায়
৬. তৃতীয় অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৭০। বিবি হযরত হাফসা (রাঃ) বলেন, চারিটি বিষয় এমন যেইগুলিকে নবী করীম (ﷺ) কখনও ছাড়িতেন না – আশুরার রোযা, যিলহজ্জের প্রথম দশকের রোযা, প্রত্যেক মাসের তিন দিনের রোযা এবং ফজরের পূর্বের দুই রাকাত সুন্নত। —নাসায়ী
كتاب الصوم
وَعَنْ حَفْصَةَ قَالَتْ: أَرْبَعٌ لَمْ يَكُنْ يَدَعُهُنَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صِيَامُ عَاشُورَاءَ وَالْعَشْرِ وَثَلَاثَةُ أَيَّامٍ مِنْ كُلِّ شَهْرٍ وَرَكْعَتَانِ قبل الْفجْر» . رَوَاهُ النَّسَائِيّ
হাদীস নং: ২০৭১
- রোযার অধ্যায়
৬. তৃতীয় অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৭১। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আইয়ামে বীযের রোযা সফরে ও হযরে কোথাও ছাড়িতেন না। —নাসায়ী
كتاب الصوم
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُفْطِرُ أَيَّامَ الْبيض فِي حضر وَلَا فِي سفر. رَوَاهُ النَّسَائِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২০৭২
- রোযার অধ্যায়
৬. তৃতীয় অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৭২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ প্রত্যেক জিনিসের যাকাত রহিয়াছে এবং শরীরের যাকাত হইল রোযা। —ইবনে মাজাহ
كتاب الصوم
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِكُلِّ شَيْءٍ زَكَاةٌ وَزَكَاةُ الْجَسَدِ الصَّوْمُ» . رَوَاهُ ابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২০৭৩
- রোযার অধ্যায়
৬. তৃতীয় অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৭৩। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে যে, নবী করীম (ﷺ) সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখিতেন। একদা তাঁহাকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্! আপনি যে, সোমবার ও বৃহস্পতিবারে রোযা রাখেন দেখি? হুযূর (ﷺ) বলিলেনঃ সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ্ মাফ করেন প্রত্যেক মুসলমানকে পরস্পর আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যক্তিদ্বয় ব্যতীত। তাহাদের সম্পর্কে আল্লাহ্ বলেন, ছাড়িয়া দাও তাহাদিগকে যাবৎ না তাহারা পরস্পরে আপোষ করে। – আহমদ ও ইবনে মাজাহ্
كتاب الصوم
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ يَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ. فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ تَصُومُ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ. فَقَالَ: إِنَّ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ يَغْفِرُ اللَّهُ فِيهِمَا لِكُلِّ مُسْلِمٍ إِلَّا ذَا هَاجِرَيْنِ يَقُولُ: دَعْهُمَا حَتَّى يصطلحا . رَوَاهُ أَحْمد وَابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২০৭৪
- রোযার অধ্যায়
৬. তৃতীয় অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৭৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে এক দিন রোযা রাখিবে, আল্লাহ্ তা'আলা তাহাকে দোযখ হইতে দূরে রাখিবেন একটি কাক – বাচ্চা কাল হইতে অতি বৃদ্ধ হইয়া মৃত্যুবরণ করা পর্যন্ত যতদূর উড়িতে পারে ততদূরে (অর্থাৎ বহুদূরে)। – আহমদ।
كتاب الصوم
وَعَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ صَامَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ بَعَّدَهُ اللَّهُ مِنْ جَهَنَّمَ كَبُعْدِ غُرَابٍ طَائِرٍ وَهُوَ فرخ حَتَّى مَاتَ هرما» . رَوَاهُ أَحْمد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ২০৭৫
- রোযার অধ্যায়
৬. তৃতীয় অনুচ্ছেদ - নফল সিয়াম প্রসঙ্গে
২০৭৫। সালামাহ্ ইবনু কায়স হতে শু’আবুল ঈমান-এ এটি বর্ণনা করেছেন।
كتاب الصوم
وَرَوَى الْبَيْهَقِيُّ فِي شُعَبِ الْإِيمَانِ عَنْ سَلَمَةَ بن قيس
tahqiq

তাহকীক: