মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৮- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ২০৩১

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - (সিয়াম) কাযা করা
২০৩১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ স্ত্রীর পক্ষে বৈধ নহে স্বামী বাড়ীতে থাকাকালে তাহার অনুমতি ব্যতীত (নফল) রোযা রাখা এবং তাহার ঘরে কাহাকেও প্রবেশ করার অনুমতি দেওয়া। মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২০৩২

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - (সিয়াম) কাযা করা
২০৩২। মহিলা তাবেয়ী হযরত মুআযা আদভিয়া হইতে বর্ণিত আছে যে, তিনি একবার বিবি আয়েশাকে জিজ্ঞাসা করিলেন, কি হেতু যে হায়েযগ্রস্তা স্ত্রীলোক রোযা কাযা করে আর নামায কাযা করে না? বিবি আয়েশা বলিলেন, যখন আমাদের এই অবস্থা হইত তখন আমাদিগকে রোযার কাযা করার জন্য নির্দেশ দেওয়া হইত আর নামাযের কাযা করার নির্দেশ দেওয়া হইত না। (তাই আমরা এইরূপ করিতাম এবং ইহার হেতু জিজ্ঞাসা করিতাম না।) — মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ২০৩৩

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - (সিয়াম) কাযা করা
২০৩৩। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যে মরিয়া গিয়াছে আর ফরয রোযা তাহার মাথায় রহিয়াছে তাহার ওলী তাহার পক্ষে রোযা রাখিবে! — মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান