মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৮- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২০৩৪
details icon

পরিচ্ছেদঃ ৫. দ্বিতীয় অনুচ্ছেদ - (সিয়াম) কাযা করা
২০৩৪। তাবেয়ী নাফে' হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) বলিয়াছেন যে রমযানের রোযা মাথায় রাখিয়া মরিয়া গিয়াছে, তাহার পক্ষ হইতে প্রত্যেক দিনের পরিবর্তে যেন একজন মিসকীনকে খানা খাওয়ান হয়। —তিরমিযী। এবং তিনি বলিয়াছেন, সহীহ্ কথা এই যে, হাদীসটি মউকুফ অর্থাৎ ইবনে ওমরেরই কথা, হুযুরের নহে।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান