মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৮- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ২০৩০
details icon

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - (সিয়াম) কাযা করা।

'কাযা' শব্দের অর্থ পূর্ণ করা। এখানে ইহা ভাঙ্গা রোযা পূর্ণ করার অর্থেই ব্যবহৃত হইয়াছে। ওযরের কারণে রোযা ভাঙ্গিলে বা না রাখিলে শুধু কাযা করিয়া অর্থাৎ পূর্ণ করিয়া দিলেই চলে। বিনা ওযরে ইচ্ছা করিয়া রোযা না রাখিলে বা ভাঙ্গিলে উহার কাযা এবং কাফ্ফারা উভয় আদায় করিতে হয়। ভুলিয়া রোযা ভাঙ্গিলে উহার কাযা বা কাফ্ফারা কিছুই লাগে না । ‘কাফ্ফারা' বলে—একটি গোলাম আযাদ করা অথবা পরপর দুই মাস রোযা রাখা অথবা ষাট জন মিসকীনকে আহার করানকে।
২০৩০। হযরত আয়েশা (রাঃ) বলেন, আমার রমযানের রোযা বাকি থাকিত, আমি উহা (পরবর্তী) শা'বানে ব্যতীত পূর্ণ করিতে পারিতাম না। রাবী ইয়াহুয়া ইবনে সায়ীদ বলেন, হযরত আয়েশা এখানে ইহাই বুঝাইতে চাহিয়াছেন যে, তাঁহার সাথে নবী করীমের কাজ থাকার কারণে অথবা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাঁহার কাজ থাকার কারণে। --মোত্তাঃ

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান