মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৮- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৯৬৮

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
১৯৬৮। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, নবী করীম (ﷺ) হইতে বর্ণিত আছে যে, তিনি বলিয়াছেনঃ তাঁহার উম্মতকে মাফ করা হয় রমযান মাসের শেষ রাতে। জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলাল্লাহ্! উহা কি শবে কদর? হুযূর বলিলেন, না ; বরং এই কারণে যে, কর্মচারীর বেতন দেওয়া হয় যখন সে তাহার কর্ম শেষ করে। (আর এই রাত্রিতে রোযাদারের কর্ম শেষ হইল।) — আহমদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৯৬৯

পরিচ্ছেদঃ ১. প্রথম অনুচ্ছেদ - নতুন চাঁদ দেখার বর্ণনা
১৯৬৯। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: রোযা রাখিবে না তোমরা যাবৎ না দেখ চাঁদ। এইরূপে রোযা খুলিবে না তোমরা যাবৎ না দেখ (শাওয়ালের) চাঁদ। যদি গোপন থাকে উহা তোমাদের প্রতি মেঘের কারণে, তবে পূর্ণ করিবে শা'বান (ত্রিশ দিন)। অপর বর্ণনায় আছে, মাস কখনও উনত্রিশ রাত্রিতেও হয়। সুতরাং তোমরা রোযা রাখিবে না যাবৎ না চাঁদ দেখ। যদি গোপন থাকে চাঁদ তোমাদের প্রতি মেঘের কারণে, তবে পূর্ণ করিবে শা'বান ত্রিশ দিনে। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান