মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৮- রোযার অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৯৬১

পরিচ্ছেদঃ দ্বিতীয় অনুচ্ছেদ
১৯৬১। ইমাম আহমাদ (রহঃ)-ও এক ব্যক্তি হতে বর্ণনা করেছেন। আর ইমাম তিরমিযী (রহঃ) বলেছেন, হাদীসটি গরীব।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৯৬২

পরিচ্ছেদঃ তৃতীয় অনুচ্ছেদ
১৯৬২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ মুসলমানগণ! তোমাদের নিকট রমযান মাস — বরকতময় মাস আসিয়াছে। উহার রোযা আল্লাহ্ তোমাদের উপর ফরয করিয়াছেন। উহাতে আসমানের দরজাসমূহ খোলা হয় এবং দোযখের দরজাসমূহ বন্ধ করা হয়। অবাধ্য শয়তানসকলকে শৃংখলিত করা হয়। আল্লাহ্র বিশেষ রহমতের জন্য উহাতে এমন একটি রাত্রি রহিয়াছে, যাহা হাজার মাস (৮৩ বছর ৪ মাস) অপেক্ষাও উত্তম। যে উহা হইতে বঞ্চিত হইয়াছে সে সর্বপ্রকার মঙ্গল হইতে বঞ্চিত হইয়াছে। — আহমদ ও নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান