মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৯৩৭

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা
১৯৩৭। হযরত আবু যর (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : যখন তুমি শুরুয়া পাক করিবে উহাতে পানি বেশী দিবে, অতঃপর উহা দ্বারা তুমি তোমার প্রতিবেশীদের খবরগিরি করিবে। (অর্থাৎ, তাহাদেরও দান করিবে।) — মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৯৩৮

পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা
১৯৩৮। হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণিত আছে, একবার তিনি বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! কোন্ দান শ্রেষ্ঠ? হুযূর (ﷺ) বলিলেনঃ গরীবের কষ্টের দান এবং তুমি তোমার দান আরম্ভ করিবে তোমার পোষ্যদের ধরিয়া। – আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৯৩৯

পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা
১৯৩৯। হযরত সুলায়মান ইবনে আমের (শুদ্ধ সালমান) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ গরীবের প্রতি দান করা হইল শুধু দান, আর আত্মীয়ের প্রতি দান করা হইল দান ও আত্মীয়তা রক্ষা উভয়ই। —আহমদ, তিরমিযী, নাসায়ী, ইবনে মাজাহ্ ও দারেমী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৯৪০

পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা
১৯৪০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, এক ব্যক্তি নবী করীম (ﷺ)-এর নিকট আসিয়া বলিল, হুযুর! আমার নিকট একটি দীনার আছে, কিসে ব্যয় করিব ? হুযূর বলিলেনঃ ইহা তোমার নিজের জন্য ব্যয় কর। সে বলিল, আমার নিকট আরও একটি আছে। হুযূর বলিলেন, ইহা তোমার সন্তানের জন্য ব্যয় কর। সে বলিল, আমার নিকট আরও একটি আছে। হুযূর বলিলেন, উহা তোমার পরিবারের (অপর লোকদের) জন্য ব্যয় কর। সে বলিল, আমার নিকট আরও একটি আছে। হুযূর বলিলেন, উহা তুমি তোমার খাদেমকে দান কর । অতঃপর সে বলিল, আমার আরও একটি আছে। হুযূর বলিলেন, তবে তুমি অধিক জান (উহা কোথায় ব্যয় করিবে)। – আবু দাউদ ও নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৯৪১

পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা
১৯৪১। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ আমি কি তোমাদিগকে বলিব না তোমাদের মধ্যে সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি কে? উত্তম ব্যক্তি সে-ই, যে আল্লাহর রাস্তায় জেহাদ করার জন্য আপন ঘোড়ার বাগ ধরিয়া রহিয়াছে। পুনরায় বলিলেন, আমি কি তোমাদিগকে বলিব না যে, মর্তবায় ইহার কাছাকাছি কে ? কাছাকাছি সে-ই, যে আপন ছাগল ভেড়া লইয়া (লোকালয় হইতে) পৃথক হইয়া রহিয়াছে; কিন্তু উহাতে সে আল্লাহর হক আদায় করে। অতঃপর হুযূর বলিলেন, আমি কি তোমাদিগকে বলিব না যে, সর্বাপেক্ষা মন্দ ব্যক্তি কে? সে-ই যাহার নিকট আল্লাহর নামে কিছু চাওয়া হয়, আর সে তাঁহার নামে কিছু দেয় না। – তিরমিযী, নাসায়ী ও দারেমী

তাহকীক:
তাহকীক চলমান