মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৯৪২

পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা
১৯৪২। হযরত উম্মে বুজায়দ সাহাবীয়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যাচ্ঞাকারীকে কিছু দিবে যদিও একটা পোড়া খুর হয়। (অর্থাৎ, সামান্য জিনিসও হয়।) —মালেক ও নাসায়ী। আর তিরমিযী ও আবু দাউদ এই অর্থে।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৯৪৩

পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা
১৯৪৩। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি আল্লাহর নামে তোমাদের নিকট আশ্রয় চাহিবে, তাহাকে আশ্রয় দিবে। যে আল্লাহর নামে কিছু চাহিবে, তাহাকে নিশ্চয় কিছু দিবে, যে তোমাদিগকে আহ্বান (বা আমন্ত্রণ) করিবে, তাহার আহ্বানে সাড়া দিবে। যে তোমাদের প্রতি কোন ভাল কাজ করিবে, তোমরা তাহার প্রতিদানের চেষ্টা করিবে— প্রতিদানের জন্য যদি কিছু না পাও, অন্ততঃ তাহার জন্য দো'আ করিবে, যাহাতে তোমরা মনে করিতে পার যে, তোমরা তাহার প্রতিদান করিয়াছ। – আহমদ, আবু দাউদ ও নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৯৪৪

পরিচ্ছেদঃ ৭. দ্বিতীয় অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা
১৯৪৪। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আল্লাহর নামে কিছু চাওয়া যায় না জান্নাত ব্যতীত। –আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৯৪৫

পরিচ্ছেদঃ ৭. তৃতীয় অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা
১৯৪৫। হযরত আনাস (রাঃ) বলেন, আবু তালহা আনসারী মদীনাতে খেজুর বাগান ওয়ালা বড় সম্পদশালী ব্যক্তি ছিলেন এবং তাঁহার নিকট সর্বাধিক প্রিয় ছিল 'বায়রাহা' কূপ। উহা ছিল মসজিদে নববীর সম্মুখে। রাসূলুল্লাহ্ (ﷺ) উহাতে যাইতেন এবং উহার মিঠা পানি পান করিতেন। আনাস বলেন, যখন এই আয়াত নাযিল হইলঃ “তোমরা কখনও নেকী লাভ করিতে পারিবে না, যে পর্যন্ত না তোমরা দান কর যাহা তোমরা ভালবাস।” আবু তালহা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট গেলেন এবং বলিলেন, ইয়া রাসূলাল্লাহ্! আল্লাহ্ তা'আলা বলেনঃ “তোমরা কখনও নেকী লাভ করিতে পারিবে না, যে পর্যন্ত না তোমরা দান কর যাহা তোমরা ভালবাস।" আর আমার নিকট আমার সর্বাপেক্ষা ভালবাসার বস্তু হইল এই 'বায়রাহা'। অতএব, আমি উহা আল্লাহর নামে দান করিলাম নেকী লাভ ও (পরকালে) আল্লাহর নিকটে উহাকে সঞ্চিত ধনরূপে পাইবার আশায়। ইয়া রাসূলাল্লাহ্, আপনি উহা যাহাকে ইচ্ছা তাহাকে দিয়া দিন! রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ বেশ, বেশ, ইহা একটি লাভজনক মাল। আমি শুনিলাম যাহা তুমি বলিলে, তবে আমি পছন্দ করি তুমি নিজেই উহা তোমার আত্মীয়দের মধ্যে দান করিয়া দিবে। ইহা শুনিয়া আবু তালহা বলিলেন, আচ্ছা, তবে আমি তাহা করিব। অতঃপর তিনি উহা আপন আত্মীয় ও চাচাত ভাইদের মধ্যে ভাগে দান করিয়া দিলেন। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান