মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১৯২৯
details icon

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা।

দানের শ্রেষ্ঠত্ব লাভ হয় কখনও দাতার কারণে, যথা—দাতা নিজেই দরিদ্র তথাপি দান করে, আর কখনও যাহাকে দান করা হয় তাহার কারণে, যথা— সে অতি মোহ্তাজ মরণাপন্ন অথবা নিকটআত্মীয় অথবা যে বিষয়ে দান করা হয় তাহার কারণে, যথা— জেহাদে।
এ অধ্যায়ের সমস্ত হাদীসই যে শ্রেষ্ঠ দান সম্পর্কে তাহা নহে। কোন কোন হাদীসে শুধু দানের কথাও রহিয়াছে। — অনুবাদক
১৯২৯। হযরত আবু হুরায়রা ও হাকীম ইবনে হেযাম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন উত্তম দান হইল যাহা স্বচ্ছলতার সাথে দেওয়া হয় এবং তুমি দান শুরু করিবে তোমার পোষ্যদের ধরিয়া। বুখারী মুসলিম শুধু হাকীম হইতে।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান