মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৯২৮

পরিচ্ছেদঃ ৬. তৃতীয় অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা
১৯২৮। হযরত আবু উমামাহ্ (রাঃ) বলেন, একদা হযরত আবু যর গেফারী (রাঃ) জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর নবী! বলুন, দান কি? (অর্থাৎ, উহার সওয়াব কি ?) হুযূর (ﷺ) বলিলেনঃ উহার অনেক গুণ এবং আল্লাহর নিকট ইহারও অধিক রহিয়াছে। (যাহাকে চাহেন বহু অধিক দান করেন।) – আহমদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৯৩০

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা
১৯৩০। হযরত আবু মাসউদ আনসারী (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যখন কোন মুসলমান আপন পরিবারের প্রতি কোন খরচ করে আর উহার সওয়াবের আশা রাখে উহা তাহার পক্ষে দানস্বরূপ হয়। মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৯৩১

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা
১৯৩১। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ একটি দীনার তুমি আল্লাহর রাস্তায় (অর্থাৎ জেহাদে) খরচ করিয়াছ, একটি দীনার তুমি গোলাম আযাদ করায় খরচ করিয়াছ, একটি দীনার তুমি একজন দরিদ্রকে দান করিয়াছ এবং একটি দীনার তুমি তোমার পরিজনের প্রতি ব্যয় করিয়াছ – ইহাদের মধ্যে যেইটি তোমার পরিবারের প্রতি ব্যয় করিয়াছ, সেইটি হইল সওয়াবের দিক দিয়া অধিক বড়। —মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৯৩২

পরিচ্ছেদঃ ৭. প্রথম অনুচ্ছেদ - উত্তম সদাক্বার বর্ণনা
১৯৩২। হযরত সওবান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কেহ যত দীনার খরচ করে, উহার মধ্যে শ্রেষ্ঠ দীনার হইল ঐ দীনার যাহা সে আপন পরিবারের প্রতি খরচ করে; ঐ দীনার যাহা সে জেহাদের জন্য পোষিত বাহনের প্রতি খরচ করে এবং ঐ দীনার যাহা আপন জেহাদী সহচরদের প্রতি খরচ করে। —মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান