মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৮৮৮

পরিচ্ছেদঃ ৬. প্রথম অনুচ্ছেদ - সদাক্বার মর্যাদা।
অধ্যায়টি পূর্ব অধ্যায়ের পরিশিষ্টস্বরূপ। 'দান'—মূলে 'সাদাকাহ্' শব্দ রহিয়াছে। ইহার অর্থ অবশ্য দেয় যাকাত এবং ইচ্ছাকৃত অপর দান উভয়ই হইতে পারে। কিন্তু 'দান' এখানে আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হইয়াছে। হাদীসে এমন কতক ব্যাপারকে দান বলা হইয়াছে যাহার সম্পর্ক মালের সাথে নাই ।
অধ্যায়টি পূর্ব অধ্যায়ের পরিশিষ্টস্বরূপ। 'দান'—মূলে 'সাদাকাহ্' শব্দ রহিয়াছে। ইহার অর্থ অবশ্য দেয় যাকাত এবং ইচ্ছাকৃত অপর দান উভয়ই হইতে পারে। কিন্তু 'দান' এখানে আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হইয়াছে। হাদীসে এমন কতক ব্যাপারকে দান বলা হইয়াছে যাহার সম্পর্ক মালের সাথে নাই ।
১৮৮৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লা বলিয়াছেনঃ যে ব্যক্তি হালাল উপার্জন হইতে একটি খেজুর পরিমাণও দান করে—আর আল্লাহ্ গ্রহণ করেন না হালাল ব্যতীত আল্লাহ তা'আলা উহা আপন ডান হাতে গ্রহণ করেন, অতঃপর পালেন উহাকে দাতার জন্য যেভাবে তোমাদের কেহ পালে আপন ঘোড়ার বাচ্চাকে --- যাহাতে উহা পাহাড় পরিমাণ হইয়া যাইবে। মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান