মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৮ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৮৬৪

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৬৪। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ কৃপণ এবং দাতার উদাহরণ সেই দুই ব্যক্তির, যাহাদের গায়ে রহিয়াছে দুইটি লোহার বর্ম যাহার দরুন তাহাদের দুই হাত তাহাদের বুকের ও গলার হাঁসুলির সহিত লাগিয়া গিয়াছে, অতঃপর দাতা ব্যক্তি যখন দান করিতে চায়, তখন উহা সম্প্রসারিত হয় এবং কৃপণ যখন দান করিতে ইচ্ছা করে, উহা আরও কষিয়া যায় এবং উহার প্রত্যেক কড়া নিজ নিজ স্থান গ্রহণ করে। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৮৬৫

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৬৫। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যুলুম হইতে বাচিয়া থাকিবে; কেননা, যুলুম হইবে কিয়ামতের দিন অন্ধকারস্বরূপ এবং বাঁচিয়া থাকিবে কৃপণতা হইতে; কেননা, কৃপণতা ধ্বংস করিয়াছে তোমাদের পূর্বে যাহারা ছিল তাহাদিগকে। কৃপণতা তাহাদিগকে উদ্বুদ্ধ করিয়াছে রক্তপাতের প্রতি এবং হারামকে হালাল করার প্রতি (ফলে তাহারা দুনিয়া ও আখেরাত উভয়লোকে ধ্বংস হইয়াছে)।—মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৮৬৬

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৬৬। হযরত হারেসা ইবনে ওয়াহব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তাড়াতাড়ি দান কর কেননা, তোমাদের প্রতি এমন সময় আসিতেছে, যে সময় মানুষ আপন দান লইয়া ফিরিবে; কিন্তু দান গ্রহণ করার মত কাহাকেও পাইবে না। তখন লোক বলিবে, যদি উহা লইয়া গতকাল আসিতে গ্রহণ করিতাম কিন্তু আজ আমার উহার কোন প্রয়োজন নাই। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৮৬৭

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৬৭। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলাল্লাহ্! কোন পান সওয়াবের দিক দিয়া বড়? হুযূর বলিলেনঃ যখন তুমি সুস্থ থাক, ধনের প্রতি লোভ পোষণ কর; অপর দিকে ভয় কর তুমি দারিদ্রের এবং আশা রাখ ধনী হওয়ার—তখনকার দান। সুতরাং তুমি অপেক্ষা করিবে না দান করিতে তোমার প্রাণ ওষ্ঠাগত হওয়ার সময় পর্যন্ত, তখন তুমি বলিবে—এই মাল অমুকের জন্য, আর এই মাল অমুকের জন্য, অথচ মাল অমুকের হইয়াই গিয়াছে। — মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৮৬৮

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৬৮। হযরত আবু যর গেফারী (রাঃ) বলেন, একদা আমি নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছিলাম। তখন তিনি কা'বা ঘরের ছায়ায় সমাসীন। যখন তিনি আমাকে দেখিলেন, বলিলেন: কা'বার খোদার কসম! তাহারাই ক্ষতিগ্রস্ত। আমি বলিলাম, আমার পিতা মাতা আপনার প্রতি কোরবান হউন তাহারা কাহারা? হুযুর (ছাঃ) উত্তর করিলেন যাহাদের ধন বেশী তাহারা; কিন্তু সেই ব্যক্তি যে এইরূপ করে, এইরূপ করে, এইরূপ করে, (অর্থাৎ, দান করে) আপন সম্মুখ দিকে, পিছন দিকে, ডান দিকে ও বাম দিকে আর এইরূপ লোক খুব কমই। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৮৬৯

পরিচ্ছেদঃ ৫. দ্বিতীয় অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৬৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দাতা ব্যক্তি আল্লারও নিকটে, বেহেশতেরও নিকটে, মানুষেরও নিকটে অথচ দোযখ হইতে দূরে এবং কৃপণ ব্যক্তি আল্লাহ্ হইতেও দূরে, বেহেস্ত হইতেও দূরে, মানুষ হইতেও দূরে অথচ দোযখের নিকটে। নিশ্চয় মূর্খ দাতা কৃপণ সাধক অপেক্ষা আল্লাহর নিকট অধিক প্রিয়। —তিরমিযী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৮৭০

পরিচ্ছেদঃ ৫. দ্বিতীয় অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৭০। হযরত আবু সায়ীদ খুদরী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কাহারও আপন জীবনকালে এক দিরহাম দান করা তাহার মৃত্যুকালে একশত দিরহাম দান করা অপেক্ষা অধিক উত্তম। –আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৮৭১

পরিচ্ছেদঃ ৫. দ্বিতীয় অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৭১। হযরত আবুদ্দারদা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে মৃত্যুকালে দান করে অথবা দাসদাসী আযাদ করে, তাহার উদাহরণ সেই ব্যক্তির, যে পেট ভরিয়া খাওয়ার পর (অবশিষ্ট কাহাকেও) হাদিয়া দেয়। —আহমদ, নাসায়ী, দারেমী ও তিরমিযী। তবে তিরমিযী উহাকে সহীহ্ বলিয়াছেন।

তাহকীক:
তাহকীক চলমান