মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৭- যাকাতের অধ্যায়

হাদীস নং: ১৮৬৬
- যাকাতের অধ্যায়
৫. প্রথম অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৬৬। হযরত হারেসা ইবনে ওয়াহব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তাড়াতাড়ি দান কর কেননা, তোমাদের প্রতি এমন সময় আসিতেছে, যে সময় মানুষ আপন দান লইয়া ফিরিবে; কিন্তু দান গ্রহণ করার মত কাহাকেও পাইবে না। তখন লোক বলিবে, যদি উহা লইয়া গতকাল আসিতে গ্রহণ করিতাম কিন্তু আজ আমার উহার কোন প্রয়োজন নাই। —মোত্তাঃ
كتاب الزكاة
بَابُ الْإِنْفَاقِ وَكَرَاهِيَةِ الْإِمْسَاكِ
وَعَنْ حَارِثَةَ بْنِ وَهْبٌ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: تصدقوا فَإِنَّهُ يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ يَمْشِي الرَّجُلُ بِصَدَقَتِهِ فَلَا يَجِدُ مَنْ يَقْبَلُهَا يَقُولُ الرَّجُلُ: لَوْ جِئْت بهَا بِالْأَمْسِ لَقَبِلْتُهَا فَأَمَّا الْيَوْمَ فَلَا حَاجَةَ لِي بهَا

হাদীসের ব্যাখ্যা:

ইহাতে হুযূর এই ভবিষ্যদ্বাণীই করিলেন যে, দুনিয়াতে ক্রমে মালের প্রাচুর্য বৃদ্ধি পাইবে। অপর হাদীসে আছে, শেষ যমানায় যমীন আপন কলিজার টুকরাসমূহ (ধাতুসমূহ) বাহির করিয়া দিবে।
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)