মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৮৫৯

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম।
'দান'—মূলে 'সাদাকাহ শব্দ রহিয়াছে যাহার অর্থ দান বাধ্যতামূলক হোক যথা—যাকাত বা স্বেচ্ছামূলক দান। কিন্তু এখানে উহা বাধ্যতামূলক দান (যাকাত) ছাড়া অন্য দানকেই বুঝান হইয়াছে। যাকাতের কথা পূর্ব অধ্যায়সমূহে বলা হইয়াছে।
'দান'—মূলে 'সাদাকাহ শব্দ রহিয়াছে যাহার অর্থ দান বাধ্যতামূলক হোক যথা—যাকাত বা স্বেচ্ছামূলক দান। কিন্তু এখানে উহা বাধ্যতামূলক দান (যাকাত) ছাড়া অন্য দানকেই বুঝান হইয়াছে। যাকাতের কথা পূর্ব অধ্যায়সমূহে বলা হইয়াছে।
১৮৫৯। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যদি আমার নিকট ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণও থাকে, তবে আমি তখনই সন্তুষ্ট হইব, যখন তিন দিন গোজারিতে না গোজারিতেই উহা নিঃশেষ হইয়া যায়; উহার সামান্য পরিমাণ ব্যতীত যাহা আমি আমার দেনার জন্য রাখি। -বুখারী

তাহকীক:
তাহকীক চলমান