মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৫ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৮৫৭

পরিচ্ছেদঃ ৪. তৃতীয় অনুচ্ছেদ - যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল
১৮৫৭। হযরত সওবান (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) বলিলেনঃ যে আমার নিকট অঙ্গীকার করিতে পারে যে, সে মানুষের নিকট কিছু চাহিবে না, আমি তাহার জন্য জান্নাতের অঙ্গীকার করিতে পারি। ইহা শুনিয়া সওবান বলিলেন, হুযুর, আমি এই অঙ্গীকার করিতে পারি। রাবী বলেন, অতঃপর হযরত সওবান কাহারও নিকট কিছু চাহেন নাই। —আবু দাউদ ও নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৮৫৮

পরিচ্ছেদঃ ৪. তৃতীয় অনুচ্ছেদ - যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল
১৮৫৮। হযরত আবু যর গেফারী (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে ডাকাইয়া এই অঙ্গীকার করাইলেনঃ তুমি মানুষের নিকট সওয়াল করিবে না। এমন কি তিনি ইহাও বলিলেন যে, তোমার চাবুক সম্পর্কেও নহে, যদি উহা পড়িয়া যায়, যাবৎ না তুমি নিজে (বাহন হইতে) অবতরণ করিয়া উহা উঠাইয়া লও! – আহমদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৮৬০

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৬০। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ যখনই আল্লাহর বন্দাগণ ভোরে উঠে আকাশ হইতে দুইজন ফিরিশতা অবতীর্ণ হন। উহাদের একজন বলেন, হে আল্লাহ্ দাও তুমি দাতাকে প্রতিদান এবং অপরজন বলেন, হে আল্লাহ্ ! দাও তুমি কৃপণকে সর্বনাশ। —মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৮৬১

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৬১। হযরত আসমা বিনতে আবু বকর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিয়াছেন দান করিতে থাকিবে এবং হিসাব করিবে না উহাতে, যাহাতে হিসাব করেন আল্লাহ্ তোমাকে দান করিতে এবং ধরিয়া রাখিবে না যাহাতে আল্লাহ্ ধরিয়া রাখেন তোমার ব্যাপারে। তোমার সামর্থ্য অনুসারে সামান্য হইলেও দান করিবে। মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৮৬২

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - দানের মর্যাদা ও কৃপণতার পরিণাম
১৮৬২। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : আল্লাহ্ বলেন: “হে আদম সন্তান দান কর তুমি—দান করিব তোমাকে আমি।”– মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান