মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৮৩৬

পরিচ্ছেদঃ ৩. তৃতীয় অনুচ্ছেদ - যাকাত যাদের জন্য হালাল নয়
১৮৩৬। তাবেয়ী যায়দ ইবনে আসলাম বলেন, একবার হযরত ওমর ইবনুল খাত্তাব (রাঃ) কিছু দুধ পান করিলেন যাহা তাঁহার নিকট খুব ভাল বোধ হইল। অতঃপর তিনি যে তাঁহাকে উহা পান করাইয়াছে তাহাকে জিজ্ঞাসা করিলেন, এই দুধ কোথায় পাইলে ? সে তাঁহাকে একটি কূপের নাম করিয়া জানাইল যে, সে তথায় পৌঁছিলে কতক যাকাতের উট দেখিতে পাইল, যাহাদিগকে রক্ষকরা তথায় পানি পান করাইতেছে এবং উহাদের দুধ দোহন করিতেছে। অতঃপর সে বলিল, আমি উহা আপন মশকে পুরিয়াছি, উহাই ইহা। ইহা শুনিয়া হযরত ওমর আপন হাত গলায় প্রবেশ করাইলেন এবং জোরপূর্বক বমি করিয়া উহা বাহির করিয়া লইলেন। —মালেক ; আর বায়হাকী শোআবুল ঈমানে

তাহকীক:
তাহকীক চলমান