মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৭- যাকাতের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৩ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৮৩৪

পরিচ্ছেদঃ ৩. দ্বিতীয় অনুচ্ছেদ - যাকাত যাদের জন্য হালাল নয়
১৮৩৪। আবু দাউদ-এর এক বর্ণনায় আবু সা’ঈদ (রাঃ) হতে বর্ণিত হয়েছে। অথবা ইবনুস্ সাবীল অর্থাৎ বিপদগ্রস্ত মুসাফির ধনীও।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৮৩৫

পরিচ্ছেদঃ ৩. দ্বিতীয় অনুচ্ছেদ - যাকাত যাদের জন্য হালাল নয়
১৮৩৫। হযরত যিয়াদ ইবনে হারেস সুদায়ী (রাঃ) বলেন, আমি নবী করীম (ﷺ)-এর নিকট আসিয়া তাঁহার হাতে বায়আত গ্রহণ করিলাম। পরবর্তী রাবী বলেন, অতঃপর যিয়াদ এক দীর্ঘ বর্ণনা দান করেন তৎপর বলেন যে, নবী করীমের নিকট এক ব্যক্তি আসিয়া বলিল, হুযূর ! আমাকে কিছু যাকাতের মাল দিন। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ যাকাত সম্পর্কে আল্লাহ্ তা'আলা নবী বা অপর কাহারও নির্দেশের অপেক্ষা করেন নাই; বরং তিনি স্বয়ং সে সম্পর্কে নির্দেশ দিয়াছেন এবং (আট রকমের লোকের জন্য) উহাকে আট ভাগে বিভক্ত করিয়াছেন। দেখ, যদি তুমি ঐ আট রকমের কোন এক রকমে পড়িয়া থাক, তাহা হইলে আমি তোমাকে দিতে পারি। – আবু দাউদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৮৩৮

পরিচ্ছেদঃ ৪. প্রথম অনুচ্ছেদ - যার জন্য কিছু চাওয়া হালাল নয় এবং যার জন্য হালাল
১৮৩৮। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যে নিজের মাল বৃদ্ধি করার উদ্দেশ্যে মানুষের নিকট তাহাদের মাল যাচনা করে, সে নিশ্চয় (দোযখের) অঙ্গার যাচনা করে। (ইহা জানার পর) চাই সে যাচনা কম করুক বা অধিক। —মুসলিম

তাহকীক:
তাহকীক চলমান