মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২ টি
হাদীস নং: ১৭৬৩
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - কবর যিয়ারত
১৭৬৩। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার আম্মার কবর দেখিতে গেলেন। তখন তিনি নিজেও কাদিলেন এবং তাহার চতুষ্পার্শ্বের লোকদেরও কাদাইলেন। অতঃপর বলিলেন: আমি আমার পরওয়ারদেগারের নিকট তাহার জন্য ক্ষমা প্রার্থনা করিতে অনুমতি চাহিয়াছিলাম; কিন্তু তিনি আমাকে উহার অনুমতি দিলেন না। অতঃপর আমি তাহার কবর যিয়ারত (দর্শন) করার অনুমতি চাহিলাম, আর আমাকে উহার অনুমতি দেওয়া হইল। সুতরাং তোমরা কবরসমূহের যিয়ারত করিবে। কেননা, উহা মৃত্যুকে স্মরণ করাইয়া দেয়। —মুসলিম
كتاب الجنائز
بَابُ زِيَارَةِ الْقُبُوْرِ
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: زَارَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْرَ أُمِّهِ فَبَكَى وَأَبْكَى مَنْ حَوْلَهَ فَقَالَ: «اسْتَأْذَنْتُ رَبِّي فِي أَن أسْتَغْفر لَهَا فَلم يُؤذن لي ن وَاسْتَأْذَنْتُهُ فِي أَنْ أَزُورَ قَبْرَهَا فَأُذِنَ لِي فَزُورُوا الْقُبُورَ فَإِنَّهَا تُذَكِّرُ الْمَوْتَ» . رَوَاهُ مُسْلِمٌ
তাহকীক:
হাদীস নং: ১৭৬৪
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৮. প্রথম অনুচ্ছেদ - কবর যিয়ারত
১৭৬৪। হযরত বুরায়দা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে এই শিক্ষা দিতেন, যখন তাহারা কবর যিয়ারতে বাহির হইতেন, "তোমাদের প্রতি সালাম হউক হে (মুর্দানের) নগরবাসী মু'মিন ও মুসলমানগণ আমরাও ইনশাআল্লাহ্ নিশ্চয় তোমাদের সহিত যুক্ত হইতেছি, আমরা আমাদের জন্য এবং তোমাদের জন্য আল্লাহর নিকট শান্তি প্রার্থনা করিতেছি।" —মুসলিম
كتاب الجنائز
بَابُ زِيَارَةِ الْقُبُوْرِ
وَعَنْ بُرَيْدَةَ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُهُمْ إِذَا خَرَجُوا إِلَى الْمَقَابِرِ: «السَّلَامُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلَاحِقُونَ نَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ» . رَوَاهُ مُسْلِمٌ
তাহকীক: