মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৭৬৫

পরিচ্ছেদঃ ৮. দ্বিতীয় অনুচ্ছেদ - কবর যিয়ারত
১৭৬৫। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন, একদা নবী করীম (ﷺ) মদীনার কতক কবরের নিকট পৌঁছিলেন, অতঃপর তাহাদের দিকে ফিরিয়া বলিলেনঃ “সালাম হউক তোমাদের প্রতি হে কবরবাসিগণ! আল্লাহ্ আমাদের এবং তোমাদের ক্ষমা করুন। তোমরা আমাদের পূর্বগামী এবং আমরা তোমাদের পরে আসিতেছি।” –তিরমিযী এবং তিনি বলিয়াছেন, হাদীসটি হাসান ও গরীব।

তাহকীক:
তাহকীক চলমান