মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৬৪৬

পরিচ্ছেদঃ ৫. প্রথম অনুচ্ছেদ - জানাযার সাথে চলা ও সালাতের বর্ণনা।
জানাযার নামায ফরযে কেফায়া। কেহ সম্পাদন করিলে সকলের দায়িত্ব শেষ হইয়া যাইবে। কেহই সম্পাদন না করিলে সকলেই গোনাগার হইবে। মৃতকে গোসল দান ব্যতীত জানাযা পড়া জায়েয নহে। গোসল দান ব্যতীত কবরে রাখা হইলে উঠাইয়া গোসল দান করিবে; কিন্তু মাটি দেওয়া হইয়া গেলে উঠাইবে না এবং কবরের উপর তাহার জানাযাও পড়িবে না।
অনুপস্থিত মৃতের গায়েবী জানাযা হানাফী মাযহাব মতে জায়েয নহে। শাফেয়ী মাযহাব মতে জায়েয। জানাযার নামাযে রুকূ সজদা বা বসিয়া তাশাহহুদ পড়া নাই। হানাফী মাযহাব মতে জানাযার নামায নিম্নরূপঃ
নিয়ত করিয়া প্রথম তকবীর বলিবে। অতঃপর নামাযে যে সানা (সুবহানাকা) পড়া হয়, তাহা পড়িয়া দ্বিতীয় তকবীর বলিবে। তৎপর নামাযে যে দরূদ শরীফ পড়া হয়, তাহা পড়িয়া তৃতীয় তকবীর বলিবে। অতঃপর নিম্নলিখিত দো'আ পড়িয়া চতুর্থ তকবীর বলিবে। তৎপর ডানে বামে সালাম ফিরাইবে। দো'আ এইঃ
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من
أحييته منا فأحيـه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان
(ইহার অর্থ সম্মুখের ২৯ নং হাদীসে আসিবে।)
নাবালেগ ছেলে হইলে ইহার স্থলে নিম্নরূপ দো'আ পড়িবেঃ
اللهم اجعله لنا فرطا واجعله لنا أجرا وذخرا واجعله لنا شافعا ومشفعا
মেয়ের জন্য এইরূপ পড়িবেঃ
اللهم اجعلها لنا فرطا واجعلها لنا أجرا وذخرا واجعلها لنا شافعة ومشفعة
জানাযার নামাযের অপরাপর মাসআলা ফেকাহর কিতাবে দেখিয়া লইবে। —অনুবাদক
জানাযার নামায ফরযে কেফায়া। কেহ সম্পাদন করিলে সকলের দায়িত্ব শেষ হইয়া যাইবে। কেহই সম্পাদন না করিলে সকলেই গোনাগার হইবে। মৃতকে গোসল দান ব্যতীত জানাযা পড়া জায়েয নহে। গোসল দান ব্যতীত কবরে রাখা হইলে উঠাইয়া গোসল দান করিবে; কিন্তু মাটি দেওয়া হইয়া গেলে উঠাইবে না এবং কবরের উপর তাহার জানাযাও পড়িবে না।
অনুপস্থিত মৃতের গায়েবী জানাযা হানাফী মাযহাব মতে জায়েয নহে। শাফেয়ী মাযহাব মতে জায়েয। জানাযার নামাযে রুকূ সজদা বা বসিয়া তাশাহহুদ পড়া নাই। হানাফী মাযহাব মতে জানাযার নামায নিম্নরূপঃ
নিয়ত করিয়া প্রথম তকবীর বলিবে। অতঃপর নামাযে যে সানা (সুবহানাকা) পড়া হয়, তাহা পড়িয়া দ্বিতীয় তকবীর বলিবে। তৎপর নামাযে যে দরূদ শরীফ পড়া হয়, তাহা পড়িয়া তৃতীয় তকবীর বলিবে। অতঃপর নিম্নলিখিত দো'আ পড়িয়া চতুর্থ তকবীর বলিবে। তৎপর ডানে বামে সালাম ফিরাইবে। দো'আ এইঃ
اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من
أحييته منا فأحيـه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان
(ইহার অর্থ সম্মুখের ২৯ নং হাদীসে আসিবে।)
নাবালেগ ছেলে হইলে ইহার স্থলে নিম্নরূপ দো'আ পড়িবেঃ
اللهم اجعله لنا فرطا واجعله لنا أجرا وذخرا واجعله لنا شافعا ومشفعا
মেয়ের জন্য এইরূপ পড়িবেঃ
اللهم اجعلها لنا فرطا واجعلها لنا أجرا وذخرا واجعلها لنا شافعة ومشفعة
জানাযার নামাযের অপরাপর মাসআলা ফেকাহর কিতাবে দেখিয়া লইবে। —অনুবাদক
১৬৪৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ মুর্দার (দাফন) ব্যাপারে ত্বরান্বিত করিবে। কেননা, সে যদি নেককার হয়, তবে তো ভাল। ভালকে তোমরা তাড়াতাড়ি তাহার ভাল ফলের দিকে পৌঁছাইয়া দিলে। আর যদি ইহার অন্যথা হয়, তাহা হইলে সে খারাব খারাবকে তোমরা তোমাদের ঘাড় হইতে রাখিয়া দিলে। --মোত্তাঃ

তাহকীক:
তাহকীক চলমান