মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ১৬৪৫
- জানাযা-কাফন-দাফনের অধ্যায়
৪. তৃতীয় অনুচ্ছেদ - মাইয়্যিতের গোসল ও কাফন
১৬৪৫। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) (মুনাফিক সরদার) আব্দুল্লাহ্ ইবনে উবাইকে কবরে রাখার পর তাহার নিকট আসিলেন এবং তাহাকে কবর হইতে উঠাইয়া লইতে নির্দেশ দিলেন। সুতরাং তাহাকে উঠাইয়া লওয়া হইল। অতঃপর তিনি তাহাকে আপন দুই হাঁটুর মধ্যে রাখিলেন এবং আপন থুথু তাহাতে (তাহার কাফনে) নিক্ষেপ করিলেন। এ ছাড়া তিনি আপন পিরানও তাহাকে পরাইয়া দিলেন এবং বলিলেনঃ সে (আমার চাচা) আব্বাসকে নিজের পিরান দিয়াছিল। —মোত্তাঃ
كتاب الجنائز
وَعَنْ جَابِرٍ قَالَ: أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَبْدَ اللَّهِ بْنَ أُبَيٍّ بَعْدَمَا أُدْخِلَ حُفْرَتَهُ فَأَمَرَ بِهِ فَاخْرُج فَوَضعه على رُكْبَتَيْهِ ن فَنَفَثَ فِيهِ مِنْ رِيقِهِ وَأَلْبَسَهُ قَمِيصَهُ قَالَ: وَكَانَ كسا عباسا قَمِيصًا