মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১৬১৫
details icon

পরিচ্ছেদঃ ২. তৃতীয় অনুচ্ছেদ - মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা
১৬১৫। তাবেয়ী হারেসা ইবনে মুযাররাব বলেন, আমি একবার হযরত খাব্বাব (ইবনে আরত্ত সাহাবী)-এর নিকট পৌঁছিলাম। দেখিলাম, তিনি তাঁহার শরীরের সাত জায়গায় আগুনের দাগ দিয়াছেন। এ সময় তিনি বলিলেন, আমি যদি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলিতে না শুনিতাম — “ তোমাদের কেহ যেন মৃত্যু কামনা না করে,” তাহা হইলে নিশ্চয় আমি মৃত্যু কামনা করিতাম। আমি নিজেকে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সহিত এইরূপ পাইয়াছি যে, আমি এক দিরহামেরও অধিকারী ছিলাম না, আর এখন আমার ঘরের কোণে চল্লিশ হাজার দিরহাম রহিয়াছে। (ইহা আমার প্রতি আল্লাহর পরীক্ষাবিশেষ।) রাবী হারেসা বলেন, অতঃপর তাঁহার নিকট তাঁহার কাফনের কাপড় আনা হইল। যখন তিনি উহা দেখিলেন, কাঁদিয়া ফেলিলেন এবং বলিলেন, হায়, হযরত হামযা! তাঁহার জন্য কাফন পাওয়া যায় নাই একটি পুরান চাদর ব্যতীত। (তাহাও আবার এত খাট) যখন উহা তাঁহার মাথার উপর দেওয়া হইত তাঁহার পা খুলিয়া যাইত, আর যখন পায়ের উপর দেওয়া হইত, মাথা খুলিয়া যাইত, অবশেষে উহা তাঁহার মাথার দিকে টানিয়া দেওয়া হইল এবং পায়ের উপর ইয়খার ঘাস ছড়াইয়া দেওয়া হইল। —আমদ ও তিরমিযী; কিন্তু তিরমিযী 'তাহার কাফনের কাপড়' ওয়ালা অংশ বর্ণনা করেন নাই ।

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান

হাদীস নংঃ ১৬১৭
details icon

পরিচ্ছেদঃ ৩. প্রথম অনুচ্ছেদ - মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয়
১৬১৭। হযরত উম্মে সালামা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ হাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: যখন তোমরা কোন রোগীর নিকট অথবা মৃত ব্যক্তির নিকট উপস্থিত হইবে, উত্তম কথা বলিবে। কেননা, তোমরা যাহা বল, উহার উপর ফিরিশতাগণ আমীন বলেন। -মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান