মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১৬১৬
details icon

পরিচ্ছেদঃ ৩. প্রথম অনুচ্ছেদ - মুমূর্ষু ব্যক্তির নিকট যা বলতে হয়।

যে-ব্যক্তির মৃত্যু আসন্ন বলিয়া অনুমিত হয়, তাহার নিকট যাহা বলিবার, পড়িবার আছে তাহাই এ অধ্যায়ে বিবৃত হইয়াছে। নিম্নলিখিত চিহ্নসমূহ দ্বারা কাহারও মৃত্যু আসন্ন বলিয়া অনুমিত হয়—পায়ে চলিবার শক্তি থাকে না, পা লড়-খড়াইয়া যায়, নাক ঢলিয়া যায়, আকপাল (কান ও চক্ষুর মধ্যস্থল) ভাঙ্গিয়া যায়, পোতা (খুসিয়া) ঢিলা হইয়া যায়, শিরার গতি অনিয়মিত হইয়া যায় এবং কাহারও শ্বাস-প্রশ্বাস দীর্ঘ হইয়া যায় ইত্যাদি। — অনুবাদক
১৬১৬। হযরত আবু সায়ীদ খুদরী ও আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমাদের মৃত ব্যক্তিদিগকে 'লা ইলাহা ইল্লাল্লাহ' শিক্ষা দিবে। — মুসলিম

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান