মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৪ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৬১১

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা
১৬১১। হযরত উবায়দুল্লাহ্ ইবনে খালেদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আকস্মিক মৃত্যু গযবের ধরা (অর্থাৎ, আল্লাহর গযবস্বরূপ)। —আবু দাউদ
কিন্তু বায়হাকী ও রবীনের বর্ণনায় অধিক রহিয়াছে, আকস্মিক মৃত্যু গযবের ধরা কাফেরের পক্ষে এবং রহমত মু'মিনের পক্ষে।
কিন্তু বায়হাকী ও রবীনের বর্ণনায় অধিক রহিয়াছে, আকস্মিক মৃত্যু গযবের ধরা কাফেরের পক্ষে এবং রহমত মু'মিনের পক্ষে।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৬১২

পরিচ্ছেদঃ ২. দ্বিতীয় অনুচ্ছেদ - মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা
১৬১২। হযরত আনাস (রাঃ) বলেন, একবার নবী করীম (ﷺ) একটি যুবকের নিকট পৌঁছিলেন, যুবকটির তখন মুমূর্ষু অবস্থা। তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন, নিজকে কিরূপ বোধ করিতেছ ? সে উত্তর করিল, ইয়া রাসূলাল্লাহ্! আমি আল্লাহর রহমতের আশা রাখি। কিন্তু সাথে সাথে আমার গোনাহসমূহের দরুন ভয়ও করি। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ এরূপ স্থলে (মৃত্যুকালে) কোন বন্দার অন্তরে এই দুইটি বিষয় একত্র হইতে পারে না; কিন্তু আল্লাহ্ তাআলা তাহাকে দান করেন, যাহার সে আশা রাখে এবং নিরাপদে রাখেন তাহাকে যাহা হইতে সে ভয় করে। – তিরমিযী ও ইবনে মাজাহ্ ; কিন্তু তিরমিযী বলেন, হাদীসটি গরীব।

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৬১৩

পরিচ্ছেদঃ ২. তৃতীয় অনুচ্ছেদ - মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা
১৬১৩। হযরত জাবের (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা মৃত্যু কামনা করিবে না। কেননা, মৃত্যুর ভয়াবহতা বড় শক্ত। এ ছাড়া বন্দার হায়াত দীর্ঘ হওয়া এবং আল্লাহ্ তা'আলার তাহাকে তওবার তাওফীক দেওয়া সৌভাগ্যের বিষয়। – আহমদ

তাহকীক:
তাহকীক চলমান
হাদীস নংঃ ১৬১৪

পরিচ্ছেদঃ ২. তৃতীয় অনুচ্ছেদ - মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা
১৬১৪। হযরত আবু উমামা বাহেলী (রাঃ) বলেন, এক দিন আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট বসিয়াছিলাম। তিনি আমাদিগকে (কিয়ামত ও পরকালের কথা) স্মরণ করাইলেন এবং আমাদের অন্তরকে গলাইয়া দিলেন। ইহাতে সা'দ ইবনে আবু ওয়াক্কাস কাঁদিতে লাগিল এবং বহু কাঁদিল। অতঃপর বলিল, আহা, যদি মরিয়া যাইতাম! ইহা শুনিয়া নবী করীম (ﷺ) বলিলেনঃ সা'দ, তুমি আমার সম্মুখে থাকিয়াও মৃত্যু কামনা করিতেছ ? ইহা হুযূর তিনবার বলিলেন। অতঃপর বলিলেন, হে সা'দ ! যদি তুমি বেহেশতের জন্য সৃষ্ট হইয়া থাক, তাহা হইলে তোমার হায়াত যত দীর্ঘ হইবে এবং তোমার আমল যত নেক হইবে, ততই তাহা তোমার জন্য মঙ্গল। – আহমদ

তাহকীক:
তাহকীক চলমান