মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

৬- জানাযা-কাফন-দাফনের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

অনুসন্ধান করুন

হাদীস নংঃ ১৫৯৮
details icon

পরিচ্ছেদঃ ২. প্রথম অনুচ্ছেদ - মৃত্যু কামনা ও মৃত্যুকে স্মরণ করা।

দুঃখ-কষ্ট বা অভাব-অনটনের কারণে মৃত্যু কামনা করা নিষেধ। ইহা আল্লাহর ইচ্ছার প্রতি নারাযীর লক্ষণ। অবশ্য আল্লাহ্ তা'আলার সাক্ষাতের বাসনায় মৃত্যু কামনা করা নিষেধ নহে। মৃত্যুর স্মরণ মানুষকে গোনাহ্ হইতে বাঁচাইয়া রাখে এবং আল্লাহর ইয়াদ করাইয়া দেয়।
১৫৯৮। হযরত আবু হুরায়য়া (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ তোমাদের কেহ যেন মৃত্যু কামনা না করে। কারণ, সে নেককার হইলে হয়তো অধিক নেকী অর্জন করিবে এবং বদকার হইলে সম্ভবতঃ তওবা করিয়া আল্লাহর সন্তোষ লাভে সমর্থ হইবে। —বুখারী

tahqiq

তাহকীক:

তাহকীক চলমান