মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
৫- নামাযের অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ১ টি
অনুসন্ধান করুন
হাদীস নংঃ ১৪৭৯

পরিচ্ছেদঃ ৪৯. তৃতীয় অনুচ্ছেদ - রজব মাসে কুরবানী
১৪৭৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমি ওহী প্রাপ্ত হইয়াছি, আল্লাহ্ তা'আলা কোরবানীর দিনকে এই উম্মতের জন্য ঈদরূপে পরিণত করিয়াছেন। এক ব্যক্তি তাঁহাকে জিজ্ঞাসা করিল, ইয়া রাসূলাল্লাহ্! আমি যদি মাদী ‘মানীহা’ ব্যতীত অপর কোন পশু না পাই, তবে কি উহা দ্বারা কোরবানী করিব? হুযূর (ﷺ) বলিলেন, না; কিন্তু তুমি (কোরবানীর দিনে) তোমার চুল ও নখ কাটিবে, তোমার গোঁফ খাট করিবে এবং নাভির নীচেকার কেশ ক্ষৌরী করিবে—ইহাই আল্লাহর নিকট তোমার পূর্ণ কোরবানী। –আবু দাউদ ও নাসায়ী

তাহকীক:
তাহকীক চলমান